Siddaramaiah CM : মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়াহ চড় মারলেন পুলিশ কে জনসভায়।
Karnataka Chief Minister : কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিতর্কের সৃষ্টি করেছেন , প্রকাশ্য সভায় পুলিশ কে সপাটে চড় মারলেন সিদ্দারামাইয়া
বেলাগাভিতে একটি সভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেসের নির্বাচিত এই নেতা।
- Veteran actor Asrani Passes Away : জনপ্রিয় অভিনেতা আসরানি ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
- Mamata Banerjee security : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পিস্তল হাতে যুবক, পেশায় শিক্ষক
- Tainted Candidates list : দাগি তালিকায় গলদ নতুন করে তালিকা তৈরি করতে হবে এস এস সি কে নির্দেশ সুপ্রিমকোর্টের
জনসভায় পুলিশ আধিকারিককে চড় মারতে উদ্যত হলেন
সিদ্ধারামাইয়া স্টেজের নিচে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।মানুষ জন ও দলের কর্মীদের জটলা তে মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া (Siddaramaiah CM) বিবৃত বোধ করে। সভার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বলে।
siddaramaiah today news : সিদ্ধারামাইয়া (Siddaramaiah CM) এস পি নারায়ণ ভরমানিকে বিজেপি মহিলা কর্মীদের সরিয়ে দিতে বলে।
নারায়ণ ভরমানিকে এস পি যখন পরিস্থিতি সামলাতে চেষ্টা করছিলেন সিদ্ধারমাইয়া তাকে উদ্দেশ্য করে বলেন তুমি যে অফিসার হও না ,এখানে এসো পরিস্থিতি সামলাতে বলেন ঠিক সেই মুহূর্তে মেজাজ বিগড়ে যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রীর (Karnataka Chief Minister) উদ্যত হয়ে হাত তুলতে যান,তখন অবশ্য নিয়ন্ত্রণ রেখে ধমক দেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্য নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের আধিকারিকরা ধিক্কার প্রকাশ করেছেন।
একজন আইনের উচ্চপদস্থ আধিকারিক কে প্রকাশ্যে অপমান নিয়ে সিদ্ধারামাইয়া সংবিধানের বিরোধী আচরণ করেছেন বলে মন্তব্য করেছেন।
এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর (জানিয়েছেন তিনি বিস্তারিত জেনে মন্তব্য করবেন।টেলিভিশনে দেখেছি ,তিনি রেগে গিয়েছিলেন ।এই ব্যাপারে রিপোর্ট চেয়েছেন।তিনি ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন ।
সিদ্দারামাইয়া পাকিস্থান মিডিয়া তে প্রসংশা পেয়েছেন ।ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, যুদ্ধ তিনি চাইছেন না বলে ।
এই নিয়ে বিজেপি নেতাদের তিরষ্কার শুনতে হয়।পাকিস্থান নিয়ে মন্তব্য করতে সতর্ক হতে বলেন সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী কে। তিনি সাংবিধানিক সপথ নিয়ে একটি পদে আছেন সেটি বিজেপি নেতৃত্ব উল্লেখ করেছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news