প্রাচুর্য কি ডেকে আনলো বিপদ Singer Debolinaa Nandy এর সাংসারিক জীবনের দ্বন্দ্বে। চিন্তিত শিল্পীর ভক্তরা।
সংগীতশিল্পী দেবলীনা নন্দী (Singer Debolinaa Nandy ) সোশ্যাল মিডিয়ার দৌলতে একক শিল্পী হিসেবে যথেষ্ট সম্মান অর্জন করেছিলেন। তার জীবনে এমন ঘটনা এসে উপস্থিত হবে , তিনি কল্পনা করেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে Debolinaa Nandy সঙ্গীত শিল্পী এবং ব্লগার হিসাবে আত্মপ্রকাশ ।সদা হাস্যজ্জ্বল মুখটির পিছনে লুকিয়ে থাকা কস্ট হয়তো আন্দাজ করতে পারেনি তার ভক্তরা।
সঙ্গীত শিল্পীর জীবনের প্রথম অধ্যায় কেটেছে দারিদ্রের সাথে লড়াই করে।প্রবল প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে আজ একটি জায়গায় থিতু হতে চেয়েও ,ঝঞ্ঝা এসে গুলিয়ে দিয়ে গেলো থেমে গেলো তার সঙ্গীত প্রবাহ।
মাকে নিয়ে থাকতেন দেবলীনা নন্দী কোনোদিন কাছ ছাড়া করেনি মাকে।তার বিয়ে হয় 2025 সালে পেশায় পাইলট প্রবাহ , তখন থেকেই সূত্রপাত গার্হস্থ্য ঝামেলার ।দেবলীনা এর তরফে একটি লাইভ ভিডিওতে এসে বলা হয় ভালোবাসার মানুষ গুলি কে চেনার ভুল তিনি করেছেন। তার যে অবস্থা মানুষিক তার ভিডিওতে তিনি স্পষ্ট করে দেন। এরপরেই খবর পাওয়া যায় হাসপাতালে ভর্তি দেবলীনা নন্দী, তার মা জানিয়েছেন তার মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলো
কিন্তু সঙ্গীত শিল্পী দেবলীনার কেনো এই চূড়ান্ত সিদ্ধান্ত।এই ঘটনার নেপথ্যে গার্হস্থ্য ঝামেলা একটি কারণ , বিয়ের পর থেকেই এই ঝামেলাা, মানুষিক হেনস্থার অভিযোগ দেবলীনার স্বামী প্রবাহ এবং তার পরিবারের বিরুদ্ধে
সংবাদ মাধ্যমে দেবলীনার মা এদিন বলেন ” মাকে একসাথে থাকতে দিতে চায় না শ্বশুরবাড়ির লোকজন, মেয়ের গান বাজনায় সর্বদা সঙ্গী থাকেন মা। তার জন্য লাকি মা তার সাথে সর্বত্র যাওয়া এর উপর বিধিনিষেধ আরোপ করে দেবলীনার শ্বশুর বাড়ির লোকজন।”
এই দাবি ছাড়াও দেবলীনার মাকে অকথ্য ভাষায় গলগালজের অভিযোগ । প্রবাহের মা অর্থাৎ দেবলীনার শাশুড়ি মায়ের যুক্তি ছিলো ” তিনি মেয়ের ব্রেন ওয়াশ করে ,সংসারে কলহের জন্য দেবলীনার মা কে দায়ী করা হয় ” ।
বিয়ের পর থেকে মারধোরর অভিযোগ করে দেবলীনার মা তিনি মেয়েকে এর পরে বুঝিয়ে সংসার করতে বলেছিলেন।কিন্তু এরপরও দেবলীনার এবং তার শ্বশুর বাড়ির হেনস্থা বাড়তে থাকে।
একদিন ম্যাসেজ না করলে মনে হতো মেয়েকে ওরা বুঝি , শেষ করে দিয়েছে ।এর পরে দেবলীনা নন্দী চায়নি সংসার ভাঙনের কবলে পরে। তিনি মাকে থানায় যেতে নিষেধ করেন। তার মা বুঝতে পারতেন মেয়ে মানসিক দিক থেকে ঠিক নেই।
মেয়ের উপর মানুষিক হেনস্থার পরেও দেবলীনার মা বলেন “প্রবাহ যদি বলত, তুমি আমার পায়ে থাকো, মেয়েকে ভালো রাখব, আমি তাই মেনে নিতাম” কিন্তু পারিবারিক হিংসা তার মেয়ের উপর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিলো। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় দেবলীনা নন্দী কে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তার মা অভিযোগ করেছেন।
তিনি আরো বলেন পুজোর সময় অনুষ্ঠান সংখ্যা বেশি থাকায় বাড়ি ফিরতে রাত হতো । সেই সময় প্রবাহের মা ফোন করে চেঁচাতে থাকেন বৌমার উপর।একদিন অনুষ্ঠান থেকে পথে গাড়িতে ছিলেন দেবলীনা তাকে উদ্দেশ্য করে শাশুড়ি বলেন ‘সকালে বেরিয়ে রাতে ফিরিস, এটা সংসার। সাংসারিক মেয়েরা এসব করে”
এই ঝামেলা নিয়ে প্রবাহের তরফ থেকে কোনোদিন স্বামী হিসাবে সমর্থন পায়নি Singer Debolinaa Nandy ,অগাস্টে প্রথম বাড়ি থেকে বের করে দেওয়া হয় শিল্পীকে ।
তাদের দাম্পত্য জীবনের স্বাভাবিক সম্পর্ক নিয়েও ঝামেলা হয়। দেবলীনার স্বামী প্রবাহ স্ত্রীর উদ্দেশ্য বলে “তুমি আছ কেন? বেরিয়ে যাও’। তারপর শ্বশুর শাশুড়ি বলল, ‘তোমরা সেপারেশনে থাকো’। দেবলীনাকে নিয়ে চলে যাওয়ার জন্য ।
স্বামীর তরফে এতো ঘৃনা পাওয়ার পরে মেয়ের ইচ্ছা ছিলো প্রবাহ ডাকলে আমি যাবই , এদিকে পঞ্চমীর দিন স্বামীর তরফে ফোন পায় Singer Debolinaa Nandy ” স্ত্রী কে বাড়িতে আসার জন্য বলে । শিল্পী দেবলীনা গিয়েছিলেন স্বামীর ফোন পেয়ে। কিন্তু তার উপর হেনস্থা এবং মারধোর করা হয় । দেবলীনার মা অভিযোগ করেছেন ।
তার উপর মানুষিক নির্যাতনের জন্য চন্দননগর থানায় গিয়ে অভিযোগ করতে যায় দেবলীনার মা, সেখানে থানার তরফে জানানো হয় দেবলীনা নন্দী হাসপাতাল থেকে ছাড়া পেলে নিয়ে এসে অভিযোগ করতে হবে।এছাড়াও তার মা থানার মেজবাবু এর বিরুদ্ধে অভিযোগ করে ।তার মা বলেন দেবলীনার বিরুদ্ধেও না কি অভিযোগ রয়েছে বলে অফিসারের তরফে জানানো হয়।
এই ঘটনার পিছনে প্রাচুর্য আর সম্পদের একটি যোগসূত্র পাওয়া গিয়েছে। এতো সচ্ছল একটি পরিবার সীমাহীন লোভের বশবর্তী হয়ে কি এমন টি করেছে ।
শিল্পী দেবলীনার শাশুড়ি তার বাপের বাড়ির সম্মত্তি থেকে সম্প্রতি বঞ্চিত হয়েছেন। তার পর থেকে Singer Debolinaa Nandy এর জীবনে এই হেনস্থা বৃদ্ধি পেতে থাকে বলে তার মা জানিয়েছেন ।
এই ঘটনায় এখনও Singer Debolinaa Nandy শ্বশুরবাড়ির তরফে কোনো লিখিত অভিযোগ অথবা প্রতি যুক্তি দেওয়া হয়নি। শিল্পী সুস্থ আছেন বলে জানিয়েছেন তার মা।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
