12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

17460405395744058173184748502659

Sougata Roy : সৌগত রায় গুরুতর অসুস্থ , জ্ঞান নেই ,নিয়ে যাওয়া হলো হসপিটালে

তৃণমূল সাংসদ সৌগত রায়(Sougata Roy) গুরুতর অসুস্থ ,ভর্তি বেসরকারি হাসপাতালে।মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে অসুস্থতা বোধ সাংসদের।

সাংসদ এদিন নয় নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন অক্ষয় তৃতীয়া তে বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে।মন্দিরের সিঁড়িতে অচৈতন্য হয়ে পড়ে

Sougata Roy TMC MLA illness,install pessmaker

সাংসদের বুকে পেশ মেকার বসানো হয়েছে।এখন স্বাভাবিক আছেন বলে খবর পাওয়া গেছে।অসুস্থ সাংসদ সৌগত রায় কে দেখতে যান ব্রাত্য বসু, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,নির্মল ঘোষ।

তৃণমূল সাংসদ মার্চ মাসে লোকসভার অধিবেশনে যোগ দিতে গিয়ে পিঠের দিকে ব্যাথা পায়। সাংসদের হৃৎপিণ্ডের সমস্যা ছিলো।চিকিৎসকদের তত্ত্বাবধানে পেশ মেকার বসানো হয়েছে।