12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

save 20250307 143502

South eastern Railway : হাওড়া – খড়গপুর লাইনে বন্ধ থাকছে ট্রেন। ২০০ র বেশি ট্রেন বাতিলের ঘোষণা।

South eastern Railway : দক্ষিণ পূর্ব রেলের যাত্রীদের জন্য দুর্ভোগ,আবার বন্ধ হচ্ছে রেল পরিষেবা।বাতিল ২০০ র বেশি ট্রেন

সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ তাই বিভিন্ন রেলের যাত্রাপথ সংক্ষিপ্ত ও পরিবর্তন করা হয়েছে।প্রায় ১৯ দিন পরিষেবা বিঘ্নিত হবে দক্ষিণ পূর্ব রেলওয়ে ডিভিশনের। সাউথ

South eastern Railway : আসুন দেখে নিন Train Cancellation যে ট্রেন গুলি বাতিল ,যাত্রাপথ পরিবর্তন হচ্ছে ।

Express train : এক্সপ্রেস ট্রেন বাতিলের সংখ্যা ২৭ টি এই ট্রেনগুলি ২ মে থেকে ১৮ মে-র মধ্যে বন্ধ থাকবে।

২ মে তিনটি , ৩ মে ২১ টি ,৫ মে ৪ টি,৬ মে ১ টি ট্রেন,৭ মে এদিন লোকাল ট্রেন বন্ধের সংখ্যা ১৯ টি

এছাড়াও ৮ থেকে ১১ মে ,যথাক্রমে ১,৬,৫ টি ও ১১ তারিখ ৩৬ টি ট্রেন বাতিল থাকছে।

১৭ মে সর্বাধিক ৫৮ টি লোকাল ট্রেন বাতিল থাকছে ,তাই এই শাখার যাত্রী দুর্ভোগ চরমে উঠবে সেদিন। ১৮ মে ও দুর্ভোগ থাকছে সেদিন ৩২ টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে খড়গপুর – হাওড়া শাখায়।

খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম জানিয়েছেন মূলত প্রি লকিং, ইন্টারলকিং এর কাজ চলবে ,তাই খড়গপুর ও হাওড়া তে রেল পরিষেবা বিঘ্নিত হবে।

৩০ এপ্রিল থেকে ১৮ মে ধাপে ধাপে চলবে এই কাজ ।সেই জন্য ট্রেন গুলির যাত্রাপথ পরিবর্তনের ও সিধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে

লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে ২৪ টি ট্রেন চলবে না নির্দিষ্ট গন্তব্যে,সেই ট্রেন গুলি ইন্টারলর্কিং কাজের জন্য রেলওয়ে নির্দিষ্ট স্টেশন পর্যন্ত যাবে।

১২,১৩, ১৪ তারিখ পরিষেবা সাভাবিক থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।আধুনিকীকরণের মাধ্যমে যাত্রী সুরক্ষা ই রেলের প্রাথমিক লক্ষ্য ,সেই জন্য এই অসুবিধা হবে যাত্রীদের রেলের তরফে জানানো হয়েছে।

এই ইন্টারলর্কিং কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ে (Southeastern Railway) বাতিল ট্রেনের মোট সংখ্যা ২২৭ টি।তাই এই ১৯ দিন যাত্রী দুর্ভোগ যে পোহাতে হবে সেটা স্পষ্ট রেলের ঘোষণায়।