SSC Case :সুপ্রিমকোর্টে আর্জি ২৬০০০ শিক্ষকদের জন্য রিভিউ পিটিশন রাজ্য সরকারের
রাজ্য সরকার রিভিও পিটিশন( Review Petition SSC Case) এস এস সি চাকরী প্রার্থীদের জন্য ।পশ্চিমবঙ্গ সরকারের ও এস এস সি, পুনর্বিবেচনার আর্জি
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Chief Justice India) তিনি বাতিল করেছিলেন চাকরী।এস এস সি দুর্নীতি পশ্চিমবঙ্গে শিক্ষক ,শিক্ষা কর্মীদের চাকরী বাতিল হয়ে যায় সুপ্রিম নির্দেশে। চাকরী বাতিল শিক্ষক
রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরী প্রার্থীদের অভিযোগ ছিলো এস এস সি ও স্কুল শিক্ষা দফতর(SSC) দুর্নীতি সামনে না আসে, কোলকাতা হাইকোর্ট (Calcutta High Court)বারংবার স্পষ্ট তালিকা চাওয়া সত্তেও তালিকা নির্দিষ্ট যোগ্য ,অযোগ্য চিনহিত করে দেয়নি এস এস সি।
রাজ্যের ২৬০০০ বঞ্চিত শিক্ষকের তকমা সেঁটে যায় বাতিল প্রার্থী হিসাবে। রাজ্য সরকার ,স্কুল শিক্ষা দফতর তালিকা বের করবে বলেও শেষ মুহূর্তে আইনি যুক্তি দেখিয়ে সরে আসেন
যোগ্য শিক্ষকদের তালিকা জেলা শিক্ষা দফতর গুলিতে পাঠিয়ে দেওয়া হয়।
এখন রাজ্যের তরফে ও এস এস সি দাবি সিবিআই যে লিস্ট দিয়েছে ,সেটি উপর নির্ভর করে একটি যোগ্য ,অযোগ্য নির্ধারণ প্রক্রিয়া চিনহিত করতে পারা যায় কি না।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Chief Minister West Bengal( আশ্বাস দিয়েছিলেন জনসভা ও শিক্ষকদের মিটিংয়ে রিভিউ পিটিশন হবে।
তবে গ্রুপ সি ও গ্রুপ ডি তাদের ব্যাপারে উল্লেখ হয়নি। শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল সচল ও পুনরায় নিয়োগ পক্রিয়ায় সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়োগ বহাল রাখতে রাজ্যের আর্জি মেনে নেয় সুপ্রিম কোর্ট(Supreme Court) ।
এবার ২৬০০০ চাকরী প্রাথীদের জন্য রিভিউ পিটিশন দাখিল রাজ্য সরকার ও এস এস সি করেছে।
এই মামলার শুনানি হবে ৮ মে বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চ।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news