স্টাফ সিলেকশন কমিশনের( SSC) নয়া নির্দেশিকায় বিতর্ক। জেল জরিমানা হতে পারে শিক্ষকদের
সম্প্রতি এসএসসি( Staff Selection Commission) পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে উঠেছে বিস্তার ক্ষোভ। দুর্নীতির আঁধারে কি পর্যবেষিত হয়েছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন!!!??? এবার এস এস সি এর নয়া নির্দেশিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
স্টাফ সিলেকশন কমিশনের(SSC) নয়া নির্দেশিকায় শিক্ষকদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
নতুন করে বিতর্ক পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 অনুসারে শিক্ষকদের জন্য জারি নির্দেশিকায়, একপ্রকার দাবিয়ে রাখার চেষ্টা চলছে বলে মনে করছেন তারা।
কি নিয়ে এই বিতর্কের সূত্রপাত।
এসএসসি( Staff Selection Commission ) এদিন তাদের সাইটে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকায় মূলত শিক্ষকদেরই টার্গেট করা হয়েছে বলে তারা মনে করছে।
যে সকল শিক্ষক অনলাইনে ছাত্রছাত্রীদের পাঠদান করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা রয়েছে এই বিজ্ঞপ্তিতে। এই নির্দেশিকায় জানানো হয়েছে কনটেন্ট ক্রেটার অর্থাৎ যারা প্রধানত এডুকেশনাল কন্টেন্ট তৈরি করেন তাদের প্রশ্নপত্রের ব্যাখ্যা করা যাবে না।
এসএসসির যুক্তি অনুযায়ী সি বি টি টেস্টের প্রশ্নপত্র ছবিও ভাইরাল হতে দেখা গিয়েছে বলে অভিযোগ। তাই আনসার কি থেকে প্রশ্নপত্র বিশ্লেষণে PEA Act 2024 দ্বারা জেল থেকে জরিমানার নির্দেশ স্টাফ সিলেকশন কমিশনের।
প্রশ্নপত্র বিশ্লেষণে কি শাস্তি হতে পারে
এসএসসি তরফ থেকে আইন উল্লেখ করে বলা হয়েছে। অসৎ উপায় অবলম্বন অর্থাৎ সেকশন থ্রী বিনা অনুমতিতে প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র নিয়ে সোশ্যাল মাধ্যমে কোন বিশ্লেষণ, কোন নথি ফাঁস সম্পূর্ণরূপে নিষিদ্ধ
আইনের দ্বারা এস এস সি তাদের নির্দেশিকায় ধারা ১০ অনুযায়ী তিন থেকে পাঁচ বছরের কারা বাস এবং এক লক্ষ টাকা জরিমানার বিধান দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর বা টিউটর এই সমস্ত কার্য পরিচালনা করবে তাদের সম্পূর্ণ পরীক্ষার ব্যয় বহন করতে হবে। এছাড়াও ওই প্রতিষ্ঠান থেকে কোন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারবে না বলেও জানানো হয়েছে
এই সকল প্রতিষ্ঠান অপরাধের জন্য এক কোটি টাকা শাস্তি বিধান এবং ১০ বছর পর্যন্ত জেল হেফাজত নির্দেশ দেয়া হয়েছে এই নির্দেশিকায়
শিক্ষকদের ক্ষোভের কারণ
কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের( SSC) এই নির্দেশিকায় পাবলিক এগজ়ামিনেশন (Prevention of Unfair Means) Act, 2024– এর ব্যাখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে শিক্ষকদের মধ্যে। কমিশনের নির্দেশিকায় বেশ কিছু জায়গায় গলদ নজরে পড়েছে। কমিশন সাম্প্রতিককালে হওয়া কোন প্রশ্নপত্র ব্যাখ্যা বিশ্লেষণ বা প্রকাশ সামাজিক মাধ্যমে করা যাবে না বলে যে নির্দেশিকা দিয়েছে মূলত সেটিতেই শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিক্ষকদের বক্তব্য এসএসসি এমন প্রশ্নপত্র করবেই কেন প্রথম শিফটের প্রশ্ন পরবর্তী সেক্টর প্রশ্নপত্রের সাথে মিল থাকবে। এছাড়াও এডুকেশনাল কন্টেন্ট ক্রিকেটার তাদের বক্তব্য এসএসসি নির্দেশিকা উল্লেখ করা হয়েছে অর্গানাইজে ক্রাইম। এই বাক্যটিকে নিয়েও তাদের যথেষ্ট আপত্তি রয়েছে।
একজন শিক্ষক প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কেন ব্যাখ্যা করতে পারবেন না তার অপরাধ কি, এই প্রশ্নপত্র ব্যাখ্যা করলে অসুবিধেই বা কি রয়েছে!!!???? কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের (SSC) কাছে এই ব্যাখ্যায় তারা জানতে চেয়েছে।
একজন শিক্ষকের প্রশ্নপত্র ব্যাখ্যায় কি অপরাধ জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এস এস সি এর বিতর্কিত নির্দেশিকা নিয়ে সোচ্চার হয়েছেন শিক্ষকেরা।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
