SSC Scam : যোগ্যদের তালিকা গেলো স্কুল পরিদর্শকের অফিসে ।তালিকা আসবেনা প্রকাশ্যে
যোগ্য প্রার্থী বাছাইয়ে উদ্যোগী রাজ্য সরকার মুখ্যমন্ত্রী র ভাষণের পরেই স্কুল পরিদর্শকদের অফিসে গেলো তালিকা।
রাজ্যের এস এস সি দুর্নীতি ( SSC Scam) তে দুদিন হতে যাচ্ছে বিক্ষোভে উত্তাল এস এস সি ভবন ,আটক সচিব,জেলা স্কুল পরিদর্শকদের অফিসে পাঠানো হচ্ছে তালিকা।
স্কুল শিক্ষা দফতরের কাছে অবস্থানরত শিক্ষকদের বক্তব্য রাজ্য শিক্ষা মন্ত্রী জানিয়েছিলো লিস্ট পাবলিশ হলে আইনি জটিলতা আছে।এখন স্কুল শিক্ষা দফতরে থেকে লিস্ট পাঠানো হচ্ছে জেলা গুলি তে ।
রাজ্য সরকার লুকাত চাইছে দুর্নীতি , তৃতীয় কাউন্সিলিং বৈধ এটা এস এস সি র যুক্তি ছিলো।তাহলে এখন যোগ্য শিক্ষকদের ( SSC Tented Candidate ) তালিকা স্কুল পরিদর্শকদের দফতরে পাঠানো হচ্ছে ,এটা কি সম্পূর্ণ অষ্টম কাউন্সিলিং পর্যন্ত।
একটি সংস্থা শিক্ষা ব্যাবস্থায় নিয়োগের সাথে যুক্ত ,তাদের স্পষ্ট নির্দেশিকা নেই ,এস এস সি কাছে জবাবদিহি চাইছে শিক্ষকেরা।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news