Stampede in Asansol :শুভেন্দুর সভায় কম্বল নিতে গিয়ে হুড়োহুড়িতে মৃত ৩ জন আহত ৫ জন

 পদপিষ্ট হয়ে আসানসোলে Suvendu Adhikari  কম্বল বিতরণ অনুষ্ঠানে মৃত্যু ৩ জনের, গুরুতর আহত ৫

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কম্বল দান করতে এসেছিলেন আসানসোলের রামকৃষ্ণডাঙায়। তিনি বেরিয়ে যাওয়ার পর হুড়োহুড়িতে মৃত্যু হয় ৩ জনের

।শুভেন্দু অধিকারীর সভায় পদপিষ্ট হয়ে আসানসোলে মৃত্যু ৩ জনের, গুরুতর আহত ৫ জন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কম্বল দান অনুষ্ঠানে আসানসোলের রামকৃষ্ণডাঙায় আসেন। তিনি কম্বল দান করে বেরিয়ে যাওয়ার পর হুড়োহুড়িতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 বিশৃঙ্খলা এবং হুড়োহুড়িতে প্রাণহানির ঘটনা ঘটল এদিন শুভেন্দু অনুষ্ঠানে। কম্বল নেওয়ার হুড়োহুড়িতে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ৫ জন। সূত্রের খবর ,নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে।
 
বুধবার বিরোধী দলনেতা আসেন পশ্চিম বর্ধমানের আসানসোলের রামকৃষ্ণডাঙায় তার সঙ্গে ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। 
শুভেন্দুর অনুষ্ঠানে দুঃস্থদের কম্বলদান করা হচ্ছিল। এদিন শুভেন্দু ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরই শুরু হয় বিশৃঙ্খলা হুড়োহুড়ি লেগে যায় কম্বল নেওয়ার জন্য । আচমকা এই হুড়োহুড়িতে ঘটনাস্থলেই পদপিষ্ট হয়ে ৩ জন মারা যান। আহত হয়েছেন বেশ কয়েক জন।
এই ঘটনা নিয়ে শাসক দল ইতিমধ্যেই বিরোধী দলনেতার ‘দায়িত্বজ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ‘‘পাগলের হাতে দেশলাই পড়লে এই দশা হবে।’’