রাজ্যের ইতিহাসে সিঙ্গুর রাজনৈতিক পটভূমিতে টাটা দের নাম উল্লেখ্যযোগ্য। সাম্প্রতিক ,সময় জমি আন্দোলন নিয়ে রাজ্য কে বড়ো অর্থের জরিমানা দেওয়ার নির্দেশ দেয় কোলকাতা হাইকোর্ট। এই বার সেই টাটা গ্রুপ আবার রাজ্যের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ,এই বারে লড়াই টা রকম ভেদে আলাদা হলেও ,প্রাপ্য সম্মানের লড়াই ।
নিয়োগ দুর্নীতি রাজ্যের শাসক দলের একটি অসস্তি হয়ে দাঁড়িয়েছে ,পার্থ চট্টোপাধ্যায় থেকে সুবিরেশ ,মন্ত্রী থেকে শাসক দলের সভাপতি নিয়োগ দুর্নীতি তে যোগ সকলের সেই দুর্নীতিতে এইবার ও এম আর নিয়ে কোলকাতা হাইকোর্টের নির্দেশ যেনো তেন উপায়ে বের করতে হবে ও এম আর এর তথ্য সেই দায়িত্বে টাটা গ্রুপ ।