12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20250318 142536

রাজ্যের মহার্ঘ ভাতা প্রাপক কর্মীদের দীর্ঘ দিনের বঞ্চনার অবসান ,কেন্দ্রীয় হারে না পেলেও ,রাজ্য সরকারি কর্মীদের একটি যথেষ্ট পাওনা মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।

এদিন Da মামলায় প্রথম লিস্টে ছিলো রাজ্যের সরকারি কর্মীদের মামলাটি।১৬ই মে, ২০২৫ , সুপ্রিমকোর্টে রাজ্যের আবেদন খারিজ করে দিলো বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ

ডি এ মামলার ( Da Case Today) বিচারকদের মন্তব্য

আপনাদের কর্মচারী তাদের মহার্ঘ ভাতা দিতে অসুবিধে কি আছে ,রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি কে প্রশ্ন করেন বিচারপতি সঞ্জয় ক্যারল।

আজ ১১ টা ১০ নাগাদ মামলাটি শুনানি তে রাজ্য সরকার কে ৫০ শতাংশ ডি এ রাজ্য সরকারি কর্মীদের মিটিয়ে দিতে বললে।আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন রাজ্যে সরকার আর্থিক বোঝা নিতে পারবে না ।

তখন বিচারপতি বলেন কেন্দ্রীয় হারে ডি এ না দিলেও রাজ্য সরকারকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে
বিচারপতি সঞ্জয় ক্যারল এর এই নির্দেশ মেনে নিয়েছে অভিষেক মনু সিংভি ,এই মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি এই নির্দেশ দিয়েছেন।আগস্ট মাসে এই মামলার চূড়ান্ত শুনানি নির্দেশ দেওয়া হয়েছে।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis