Firhad Hakim: মন্ত্রী ও মেয়রে র শিশু তৃণমূল মন্তব্যে গুঞ্জন

তৃণমূল কংগ্রেস : রাজ্যের শাসক দলের মমতা ঘনিষ্ঠ নেতা ও রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন শিশু তৃণমূল(Trinamool Congress) যেটি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন।

ফিরহাদ হাকিম মন্তব্যের জন্য ও বিতর্কের জন্য এই নেতা বিখ্যাত।তিনি বলেছিলেন ইসলাম ধর্মে যিনি জন্মগ্রহণ করেনি সেই ব্যাক্তির দুর্ভাগ্য।এমনি নানান মন্তব্য তে ভরা তার রাজনৈতিক জীবন।

See Also : Mamta Banerjee Chief Minister : পদত্যাগ করতে রাজি মুখ্যমন্ত্রী

কিন্তু ফিরহাদের শিশু শুনেই নাক কুঁচকেছে রাজ্যবাসী আবারও কি বেফাঁস মন্তব্য নাকি তিনিও পার্থর অনুসারী হচ্ছেন

রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) বর্তমানে ঘোরতর সংসারী তার কন্যা দের ও স্ত্রীইসমাত হাকিম কে নিয়ে ।

সম্প্রতি বিজেপি এম এল এ রেখা পাত্র কে নিয়ে মাল মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয় । আসরে আসেন তার বড়ো কন্যা প্রিয়দর্শিনী হাকিম।

তিনি বলেন- সন্দেশখালির নামের জন্য পুরো বাংলার নাম কালিমালিপ্ত হয়ে যাচ্ছে। আমি বাংলার মহিলা। সন্দেশখালির মহিলাদের জিজ্ঞেস করতে পারেন ওরা এখানে সুরক্ষিত কি না, ওরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কিনা)

তবে এই ক্ষেত্রে তার পরিবারকে আসরে নামতে হয়নি ।ফিরহাদ হাকিম এমন মন্তব্য করেনি যেটি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।

আসলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ফিরহাদ পাশে এক যুবক ও একটি মহিলা ।যুবকের কোলে একটি শিশু । সেখানে ফিরহাদ লেখেন- আমার বাড়িতে এলো শিশু তৃণমূল(Trinamool Congress) , ছোট্ট শেহরেয়ার।
ওর বাবা শাফিকুল ইসলাম, ওল্ড মালদাহর ভাইস চেয়ারম্যান, তৃণমূলের সক্রিয় কর্মী, এবং মা রোমানা আখতার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি এই শাফিকুল ইসলাম ফিরহাদ ঘনিষ্ঠ ও পারিবারিক সম্পর্ক ভালো এটি শোনা যায়।তার স্ত্রী ও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের (Trinamool Congress)সহ সভাপতি।

তাই ঘনিষ্ঠ এই নেতা ও নেত্রী এসেছিলেন রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বাড়িতে।তাই সেই শিশু ও নেতা ও তার স্ত্রী কে নিয়ে ছবি তোলেন ফিরহাদ ।

তিনি পোষ্টে লেখেন শিশু তৃণমূল কথাটি।তবে বিরোধী রাজনৈতিক কিছু নেতা প্রকাশ্যে না বললেও ফিরহাদের(রাজ্যের শাসক দলের মমতা ঘনিষ্ঠ নেতা ও রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। মন্তব্য করেছেন শিশু ও তৃণমূল রাজনীতি বক্তব্য শিশুর উল্লেখ না করলেও পারতেন বলে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *