অরূপ বিশ্বাস জানালেন রাজ্য বিদ্যুৎ মন্ত্রকের Smart Meter নিয়ে, নিজস্ব পরিকল্পনা
এদিন রাজ্য বিধান সভায় বাক বিতণ্ডা য় জড়িয়ে পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ,বিরোধী দল পশ্চিমবঙ্গ বিজেপি র বিধায়করা।কেন্দ্রীয় সরকারের মিটার নিয়ে সিদ্ধান্তের বিরোধিতা করে বিদ্যুৎ মন্ত্রী রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন।গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যাবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
স্মার্ট মিটার প্রকল্পে কেন আপত্তি রাজ্যের?
রাজ্যের তরফে সটান নাচক করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি এই পরিকল্পনা।বিধান সভায় বিদ্যুৎ মন্ত্রী স্মার্ট মিটারের ভুতুড়ে বিল নিয়ে বলেন ” হাজার টাকার বিল আসছে এমন গ্রাহক যার একশো টাকা বিল আসতো” অর্থাৎ গ্রাহকদের অভিযোগ কে কার্যত স্বীকার করে নিয়ে মন্ত্রী এদিন বলেন।এই মিটার নিয়ে রাজ্য সরকার চিন্তিত,গরীব মানুষের কথা মাথায় রেখে এদিন রাজ্য সরকারের তরফে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন ” কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন দিয়ে Smart Meter বসানোর ব্যাপারে জানিয়েছিলো।রাজ্য সরকার সেই নির্দেশিকা প্রত্যাহার করে স্মার্ট মিটার বসানো বন্ধ করে দিলো”।

যে মিটার গুলি ইতিমধ্যেই বসে গেছে সেগুলির ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রী কি সিদ্ধান্ত নিয়েছে
রাজ্য বিধানসভায় বিদুৎ মন্ত্রী নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার স্মার্ট মিটার বসাবে না
এখন গ্রাহকদের প্রশ্ন যে মিটার গুলি বসানো হয়েছে গ্রাহকদের বাড়িতে সেগুলি নিয়ে রাজ্য সরকার ,বিদুৎ মন্ত্রক সিধান্ত নিয়েছে ” সেই মিটার গুলি সাধারণ মিটার হিসাবেই গণ্য করা হবে “
প্রিপেইড বিল হবে না পোস্ট পেইড হিসাবে তিন মাসের বিল দিতে পারবেন গ্রাহকেরা।
বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে উদ্বেগ
রাজ্যের বিদুৎ ব্যাবস্থায় বেসরকারিকরণ নিয়ে বিদুৎ মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন ” বিদুৎ ব্যাবস্থা কে বেসরকারিকরণের চেষ্টা হচ্ছিলো এই স্মার্ট মিটার বসানোর ব্যাবস্থা করে” ।প্রসঙ্গত উল্লেখ্য এই মিটার বসানো থেকে শুরু করে তদারকি সম্পূর্ণ ব্যাবস্থা টা পরিচালনা জন্য বেসরকারি দফতর কে দায়িত্ত্ব দেওয়া হয়েছিলো কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে।এর ফলে গ্রাহকের অভিযোগ ,অবস্থানে সরকারি হস্তক্ষেপের প্রভাব থাকতো না।
রাজ্যের শ্রমিক সংগঠন গুলি ,যাদের বিদ্যুৎ সংশ্লিষ্ট পেশার সাথে যুক্ত তাদের বিক্ষোভ দেখা যায়।এছাড়া কৃষি তে বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে।আশঙ্কায় ছিলো সরকার।
এদিন Smart Meter নিয়ে কেন্দ্র – রাজ্য দ্বন্দ্বের অবসান হলো বলেন করছেন সাধারণ মানুষ।তাদের বিলের বোঝা থেকে রক্ষা করতে পারায় ,রাজ্য সরকারের সিধান্ত কে সাগর