সংসারে অভাব তাই খাদ্যের সংস্থানে প্রায়শই অশান্তি ।সংসার পরিচর্যায় উপায়ন্তর না দেখে হাওড়ায় যুবক বেচলেন কিডনি, কিন্তু স্ত্রী পালালো প্রেমিকের সাথে।
সাম্প্রতিক কালে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে স্ত্রী কে আই এস বানানো স্বামীর সাথে প্রতারণা। সমালোচনা হয় প্রবল।এবার পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় একই চিত্র দেখা গেলো।
স্ত্রীর প্রতারণা হাওড়া জেলার সাঁকরাইলের বাসিন্দা তার স্ত্রীর জোরাজুরিতে বেচেছিলেন নিজের কিডনি ,কিন্তু স্ত্রীর মনে ছিলো অন্য অভিসন্ধি।
ওই যুবক এক বছর চেষ্টা করছিলেন কিডনি বেচবার সংসারে তাহলে হয়তো একটু স্বাচ্ছন্দ আসবে এই আশা করেছিলেন।
একদিকে চলছে বেচার প্রস্তুতি অপরদিকে স্ত্রী ঠিক করছেন প্রেমিকের সাথে পালানোর প্ল্যান ।প্রতারণার মাস্টারমাইন্ড স্ত্রী রবি দাস পেশায় রং মিস্ত্রি তার সাথে পালিয়েছেন।
এদিকে কিডনি বেচে দশ লক্ষ টাকা পাওয়ার পরেই ওই যুবক স্বাচ্ছন্দ তো দূরে থাক পেলেন না স্ত্রীর ভরসা ।স্বামীর সাথে স্ত্রীর প্রতারণার(Wife cheating husband news) এক নতুন ঘটনা হাওড়া সাঁকরাইলে দেখলো সাধারণ মানুষ।
ব্যারাকপুরের সুভাষ কলোনিতে রয়েছেন ওই মহিলা ও তার প্রেমিক ।এদিন ওই যুবক তার কন্যা ও তিনি নিজে প্রেমিকের কাছ থেকে নিয়ে আসার জন্য সুভাষ কলোনিতে গেলে,প্রেমিক রবি দাস দরজা বন্ধ করে দেয়।
স্ত্রীর নামে প্রতারণার(Wife cheating husband news) অভিযোগ করেছে ওই যুবক। স্ত্রী ও প্রেমিক তার ছেলে মেয়েদের কথায় ও কর্ণপাত না করে ডিভোর্সের চিঠি পাঠানোর কথা যুবককে জানিয়েছে।