12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Supreme Court of India reservation verdict 2026 ২০২৬ সালের সুপ্রিম কোর্ট রিজার্ভেশন রায়, SC ও জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের উপর প্রভাব

Supreme Court Reservation Verdict 2026: সিডিউল কাস্ট দের জন্য আবারও সুবিধা সুপ্রিম নির্দেশে , অসুবিধায় জেনারেল ক্যাটাগরি !!!

Supreme Court Reservation Verdict 2026 এর নির্দেশে এবার থেকে সুবিধা পেতে চলেছে SC ,ST ,EWS পার্থীরা।

এদিনের নির্দেশে সরকারি চাকরির পরীক্ষায় জেনারেল ক্যাটাগরি চাকরিপ্রার্থীদের সিট গ্রহণ করতে পারবে SC ,ST ,EWS প্রার্থীরা।

সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের একটি মামলার নির্দেশের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে। রাজস্থান হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিলো সংরক্ষিত প্রার্থীদের জেনারেল ক্যাটাগরি চাকরী জন্য বিবেচিত হবে না।তাদের নম্বর যথেষ্ট থাকলেও।

এই নির্দেশের পরে সুপ্রিম কোর্টের তরফে এদিন 1992 সালের মামলা উধৃত করে বলা হয় যে কোনো সুবিধার ক্ষেত্রে “পৃথিবী উন্মুক্ত খোলা থাকতে হবে”। যে কোনো প্রার্থী এই খোলা অর্থাৎ নির্দিষ্ট না থাকা সিট গুলির জন্য যথেষ্ট নম্বর থাকলে আবেদন করতে পারেন।

তাদের মেধাতালিকায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে জেনারেল ক্যাটাগরির সিট গুলিতে আবেদনে কোনো বাধা থাকলো না।বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জি মসিহ রাজস্থান হাইকোর্টের নির্দেশ কে বাতিল বলে ঘোষণা করেছে।

তাদের নির্দেশে স্পষ্ট উল্লেখ করা হয় ডবল বেনিফিট এটি নয়। সরকারি চাকরির পরীক্ষায় কোনো SC ,ST ,EWS প্রার্থী সাধারণ ক্যাটাগরির কাট-অফের উপরে প্রার্থীর স্কোর হলে, তারা সাধারণ বিভাগের প্রার্থী হিসাবে ইন্টারভিউ এর জন্য বিবেচিত হবে।

তাদের সম্পুর্ন মেধা তালিকায় প্রাপ্ত নম্বর যখন জেনারেল ক্যাটাগরির তালিকার কম হবে তখন তাদের Reservation সুবিধায় যুক্ত হতে পারবে।এদিনের নির্দেশে বলে হয়েছে।