Tainted Candidates list : দাগি তালিকায় গলদ নতুন করে তালিকা তৈরি করতে হবে এস এস সি কে নির্দেশ সুপ্রিমকোর্টের
এস এস সি এর দাগি তালিকা ( Tainted Candidates list ) তে মানা হয়নি নিয়ম ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।
বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চ নামের তালিকা ,ক্যাটাগরি , বিষয় ইত্যাদি কেনো উল্লেখ করা হয়নি এদিন এস এস সি এর আইনজীব কে প্রশ্ন করে।
আগস্টের শেষে সুপ্রিমকোর্টের নির্দেশে দাগী শিক্ষকদের তালিকা প্রকাশ করে ।প্রকাশিত ১৮০৬ জন অযোগ্য শিক্ষককে র নামের তালিকায় উল্লেখ ছিলো না কোন স্কুল ,বিষয় ইত্যাদি।
এদিন কমিশন কে আদালত পুনরায় নির্দেশ দিয়েছে অযোগ্য শিক্ষকদের তালিকা যেনো সম্পুর্ন সচ্ছ হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন ক্যাটাগরি ভিত্তিক নাম, বিষয় , সংরক্ষণ থাকলে স্পষ্ট উল্লেখ করতে হবে । কারচুপি বরদাস্ত নয় স্পষ্ট জানিয়ে দেন ।
আদালতের পর্যবেক্ষণের বিরুদ্ধে আইনজীবী কপিল সিব্বল বলেন নিয়ম মেনে তালিকা তৈরি হয়েছে । তিনি বলেন ” এইভাবে হলে যে কেউ মামলা করবে ,দীর্ঘদিন মামলা হবে “।
তার এই যুক্তি মেনে নেয়নি সর্বোচ্চ আদালত, বিচারপতিদের নির্দেশনা মেনে আবার পুনরায় তালিকা প্রকাশ করবে কমিশনের আইনজীবী এদিন সুপ্রিমকোর্টে জানিয়েছে।
এস এস সি র আইনজীবী জানিয়েছেন তারা আদালতের নির্দেশ মেনে যে ব্যাপার গুলি নথিভুক্ত করতে বলেছে করা হবে। মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। এছাড়াও এদিন নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষায় এস এস সি এর উত্তর পত্র চ্যালেঞ্জ করে চাকরিপ্রার্থীরা ।
কমিশনের দেওয়া উত্তরপত্রের ত্রুটি খুঁজে প্রায় ৫০০ জন চাকরিপ্রার্থী এই চ্যালেঞ্জ করেছিলো।অক্টোবর মাসে এস এস সি এর সাইটে সংশোধিত উত্তরপত্র আপলোড করা হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।শিক্ষামন্ত্রী বলেছিলেন নভেম্বর মাসে প্যানেল প্রকাশ করা হবে
শিক্ষক নিয়োগের পুনরায় পরীক্ষায় ৫,৬৫,০০০ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলো।এদের মধ্যে যোগ্য শিক্ষকদের পুনরায় পরীক্ষা দিতে হয়েছিলো। শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বাকি ফলপ্রকাশ ,এখন দুর্নীতিমুক্ত ফলাফল আশা করছেন শিক্ষকেরা।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
আপনাদের পোস্ট টি উল্লেখ্য শিক্ষকদের জন্য এটা উপযোগী হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি . Apni. এই সাইটে ফলো করে দিতে পারেন