Tamil Nadu :পুলিশ কনস্টেবলের ছাত্রীকে গোপন জায়গায় হাত, আর পি এফের হাতে গ্রেফতার অভিযুক্ত
Tamil Nadu sexual abuse by Police Constable ; Chennai-Coimbatore train : পুলিশ কনস্টেবল এইরকম জঘন্য কাজ করলেন। চলন্ত ট্রেনে, কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি অভিযুক্তের।
এদিন কলেজ ছাত্রী টি চেন্নাই থেকে কোয়েম্বাটুরের উদ্দেশ্য যাচ্ছিলেন , তার পাশেই বসেছিলেন এই আইনের ছাত্রী ।তাকে এই পুলিশ কনস্টেবল হঠাৎই গোপন জায়গায় হাত দিতে থাকে।
এই ঘটনায় অবাক হয়ে যান ছাত্রীটি । তিনি সকল ঘটনা ভিডিও রেকর্ডিং করে রাখেন। অভিযুক্ত কনস্টেবলের নাম শেখ মোহাম্মদ তিনি ছাত্রীর সাথে এইরকম অভদ্র আচরণের জন্য গ্রেফতার হয়েছেন।
এই অভিযুক্ত কনস্টেবল আরএস পুরম থানা তে কর্মরত আছেন ।কলেজ ছাত্রী ট্রেনটি এদিন নেক্সট স্টেশনে ঢুকতেই রেলওয়ে প্রটেকশন ফোর্স ( আরপিএফ) কে অবগত করেন ।ঘটনাস্থলে দ্রুত এসে উপস্থিত হয় আর পি এফ অভিযুক্ত কে গ্রেফতার করে কাটপাডি জংশন থেকে।
এই ঘটনায় দূরদর্শিতার পরিচয় দেন আইনের এই ছাত্রী।তার উপস্থিত বুদ্ধির জন্য ছাত্রীর করা এই ভিডিও তথ্য প্রমাণ হিসাবে পেশ করা হয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় রাস্তা ঘাটে নারীদের সামাজিক অবস্থান এবং তাদের উপর হওয়া লাঞ্ছনার বিষয়টি প্রশ্ন করে নারী সুরক্ষা নিয়ে । তামিলনাড়ুর এই পুলিশ কনস্টেবলের (Tamil Nadu sexual abuse by Police Constable) বিরুদ্ধে ওঠা অভিযোগ অর্থাৎ ট্রেনে শ্লীলতাহানীর বিরুদ্ধে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে , স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে।
এই ঘটনা এর অভিযুক্ত কনস্টেবলের ভিডিও সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।এই ঘটনার নিন্দায় সরব সাধারণ মানুষ।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
