The Cricket Association Of Bengal President :সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের স্পিডবোট দুর্ঘটনা
The Cricket Association Of Bengal President: সি এ বি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের ,স্পিড বোর্ড দুর্ঘটনা।
বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly) তার দাদা ও পরিবার দুর্ঘটনার সম্মুখীন। সৌরভের দাদা স্নেহাশীষ এখন সি এ বি (The Cricket Association Of Bengal) এর সভাপতি। সস্ত্রীক পুরী (Puri) গিয়েছিলেন বেড়াতে,সেখানেই দুর্ঘটনার সম্মুখীন।
যে খবর পাওয়া যাচ্ছে এদিন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় (Snehasish Gangopadhyay) এদিন সমুদ্রে স্নান করতে নামেন।স্পিড বোর্ডে উঠেছিলেন সস্ত্রীক স্নেহাশীষ ।
এদিন জলের তোরে হঠাৎ ই স্পিড বোর্ড টি উল্টে যায়। ডুবে যেতে থাকেন স্নেহাশীষ ,তার স্ত্রী । ঘটনাস্থলে উপস্থিত পর্যটকেরা জানিয়েছেন সমুদ্রের ওই জায়গায় জলের যথেষ্ট গভীরতা ছিলো,সমুদ্র উত্তাল ছিলো।
স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ((Snehasish Gangopadhyay Wife )অর্পিতার বক্তব্য স্পিড বোর্ড টি তে অতিরিক্ত যাত্রী তোলা হয়।যাত্রীর ভার সহ্য করতে না পারায় বোর্ডটি উল্টে যায়,আতঙ্কিত অর্পিতা বলেন এদিন দুর্ঘটনার সময় ভয় পেয়ে যাই।
***Development in Odisha
Former India captain and Ex BCCI President Sourav Ganguly’s brother and sister-in-law Rescued safely from a speedboat mishap in Puri
A speed boat carrying tourists capsized in the deep sea off Puri’s coast on Saturday evening, leaving four people… pic.twitter.com/jP53zGPkjh
— Anand Narasimhan🇮🇳 (@AnchorAnandN) May 26, 2025
তিনি আরো জানিয়েছেন স্পিড বোর্ড টি তে যখন যাত্রী দের তোলা হয় ,আমাদের তরফে বারণ করা হয়,তারা টাকার লোভে এই যাত্রীদের তোলে ।সমুদ্রের ঢেউয়ের জন্য ,এই স্পিড বোর্ড যাত্রীদের ভার নিতে না পারায় উল্টে যায়।
***Development in Odisha
Former India captain and Ex BCCI President Sourav Ganguly’s brother and sister-in-law Rescued safely from a speedboat mishap in Puri
A speed boat carrying tourists capsized in the deep sea off Puri’s coast on Saturday evening, leaving four people… pic.twitter.com/jP53zGPkjh
— Anand Narasimhan🇮🇳 (@AnchorAnandN) May 26, 2025
মাঝসমুদ্রে যখন হাবুডুবু খাচ্ছি তখন অপারেটর দের সাহায্য পায়নি । তিনি বলেন নুলিয়ারা এগিয়ে না আসতেন, তাহলে আজ হয়ত আমরা প্রাণে বাঁচতাম না।
স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন সস্ত্রীক পুরী (Puri) ভ্রমনের এই রকম অভিজ্ঞতা হবে তিনি বুঝতে পারেন নি।তিনি ঈশ্বর কে ধন্যবাদ জানিয়েছেন তাদের দুর্ঘটনা থেকে রক্ষা করবার জন্য।
তিনি এই স্পিড বোর্ড অপারেটর দের টাকার লোভের ব্যাপারে প্রশাসন কে সজাগ দৃষ্টি দেওয়ার ব্যাপারে জানিয়েছেন।
স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় (The Cricket Association Of Bengal President ) সভাপতি তিনি এই রকম অবস্থার সম্মুখীন হলে ,সাধারণ পর্যটকেরা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছে।
তাদের দাবি সমুদ্রে স্পিড বোর্ড,নৌকা ইত্যাদি নিয়ে ভ্রমণে প্রশাসনকে নিয়মাবলী ঠিক করে দিতে হবে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news