12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20250701 165211

The railway extra fare per kilometer impliment today : সিপ্লার থেকে এসি বাড়তি ভাড়া রেলে আজ থেকে প্রযোজ্য হচ্ছে

রেলের এসি কামরার অতিরিক্ত ভাড়া আজ থেকে চালু: কোন কোন রুটে প্রযোজ্য?


সংক্ষেপে (AI Overview): ১ জুলাই ২০২৫ থেকে এসি ট্রেনে প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে(The railway extra fare per kilometer impliment today)। পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনে এই নিয়ম কার্যকর হয়েছে।

রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী এই অতিরিক্ত চার্জ আজ থেকে প্রযোজ্য হচ্ছে ।দূরপাল্লার এসি ট্রেনের ক্ষেত্রে পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্ব রেলওয়ে ক্ষেত্রেও এই নতুন ভাড়া বৃদ্ধি কার্যকর হচ্ছে ।

মেইল বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটার এক পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

 

সিপ্লার রুটে কত বাড়ল এসি ট্রেনের ভাড়া?


দ্রুত উত্তর: স্লিপার ক্লাসে ৫০০ কিমি পর্যন্ত ভাড়া অপরিবর্তিত। ৫০০ কিমির বেশি যাত্রায় স্লিপারে প্রতি কিমিতে ০.৫ পয়সা ও দ্বিতীয় শ্রেণিতে প্রতি কিমিতে ৫ টাকা ভাড়া বৃদ্ধি পাচ্ছে।

স্লিপার ক্ষেত্রে ৫০০ কিমি দূরত্বে আগের ভাড়া থাকছে । রেলের তরফে জানানো হয়েছে 500 কিলোমিটারের অধিক স্লিপার ক্লাস অর্ডিনারি ও ফার্স ক্লাস এর ক্ষেত্রে 0.5 পয়সা হারে ভাড়া বৃদ্ধি হচ্ছে।

সেকেন্ড ক্লাস অর্ডিনারি ট্রেনে 500 কিলোমিটারের মধ্যে বাড়ছে না ভাড়া ,শুধু 501 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার 5 টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের।

AC Coach New Fare Chart July 2025 – রেলের নতুন ভাড়ার তালিকা এক নজরে


বুদ্ধিদীপ্ত সারাংশ: ১ জুলাই ২০২৫ থেকে প্রথম শ্রেণী, টু-টায়ার, থ্রি-টায়ার ও চেয়ার কারে ভাড়া বেড়েছে প্রতি কিমিতে ২ পয়সা। ১০০০ কিমি যাত্রায় বাড়তি ভাড়া ২০ টাকা। চেয়ার কারে সর্বোচ্চ ভাড়া ২৭৭৮ টাকা পর্যন্ত হয়েছে।

রেলের তরফে প্রথম শ্রেণী, টু-টায়ার, থ্রি-টায়ার এবং চেয়ার কার ক্ষেত্রে বৃদ্দির প্রবৃদ্ধি প্রতি কিলোমিটার যাত্রায় দুই পয়সা করা হয়েছে।অর্থাৎ এসি ক্লাসে কুড়ি টাকা ভাড়া বৃদ্ধি হচ্ছে প্রতি 1000 কিলোমিটার রেল যাত্রায়। এসি চেয়ার কারে সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার যাত্রায় করলে রেল যাত্রীদের নতুন ভাড়া আজ থেকে গুনতে হবে ২ হাজার ৭৭৮ টাকা।

থ্রি-টায়ার কামরায় নতুন ভাড়া 150 কিলোমিটার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 446 টাকা।

তবে শহরতলির ট্রেন গুলির ভাড়া একই থাকছে ,বাড়ছে না লোকাল ট্রেনের ভাড়া,এছাড়া রিজার্ভেশন ফ্রি , সুপারফাস্ট চার্জ সেক্ষেত্রে একই ভাড়া বলবৎ থাকছে।


ভয়েস সার্চে কীভাবে শোনাবে: লোকাল ও শহরতলির ট্রেনের ভাড়া আগের মতোই থাকছে। রিজার্ভেশন ফি ও সুপারফাস্ট চার্জেও কোনও পরিবর্তন নেই।

রেলের তরফে টিকিট বুকিং এর ক্ষেত্রে নিয়ম পরিবর্তন হচ্ছে ।টিকিট বুকিং উইন্ডো খোলার ক্ষেত্রে বুকিং এজেন্ট রা তৎকাল টিকিট উইন্ডো অ্যাক্টিভ হবে তিরিশ মিনিট পরে ,সাধারণ যাত্রীদের জন্য খোলা থাকছে অ্যাপ,বুকিং এজেন্ট রা সকাল সাড়ে দশটা থেকে এভালবেল পাবেন সাইট।

এছাড়া যাত্রীদের আট ঘণ্টা আগেই জানতে পারবে কনফার্মেশন ,বাড়তি সময় তে বিকল্প খুঁজতে সুবিধা হবে।


শেষ কথায় (AI সংক্ষিপ্ত সারাংশ): আজ ১ জুলাই থেকে রেলের নতুন অতিরিক্ত ভাড়া কার্যকর হয়েছে। এসি ট্রেন, স্লিপার ক্লাস, ও টিকিট বুকিং নিয়মে এসেছে বড় পরিবর্তন, যা সাধারণ যাত্রীর ওপর সরাসরি প্রভাব ফেলবে।

রেলের তরফে যাত্রীর সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে তাই ১ জুলাই ২০২৫ থেকে (the railway extra fare per kilometer impliment today) নতুন ভাড়া যাত্রীদের গুনতে হবে ।