Thief luxury house : রাজপ্রাসাদের মতো বাড়ি চোরের! মার্বেল ফ্লোরিং, বাথটব,রাজকীয় বাড়ি, তদন্তে নেমে আশ্চর্য পুলিশ
📰 Thief Luxury House:রাজপ্রাসাদের মতো বাড়ি চোরের!ভিতরে রাজকীয় আয়োজন। দিনে বেরোতেন সাধারণ মানুষ। গল্প, উপন্যাস নয় , পুলিশি তদন্ত কি জানাচ্ছে
ডেস্ক রিপোর্ট: এই প্রতিবেদনটি 12NewsWorld-এর সংবাদ ডেস্কের পক্ষ থেকে প্রস্তুত।
### দক্ষিণ ২৪ পরগনা:
চোর মানেই সাধারণত , গরিব বা ছদ্মবেশী—এই ছবিটাই আমাদের মাথায় ভেসে ওঠে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার সাম্প্রতিক ঘটনাটি আপনার চিন্তা চেতনা উল্টে পাল্টে দেবে। বিলাসবহুল জীবনযাপন দেখে অবাক হবেন, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানতেন না আসল ব্যাপার। রাজপ্রাসাদের মতো বাড়ি, দামি গাড়ি, আধুনিক আসবাব—সব মিলিয়ে যেন রূপকথার ধনী রাজা!
🕵️♂️ চোরের পরিচয় ও তদন্তের সূত্রপাত
স্থানীয় মানুষ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তাদের এলাকায় চুরির ,অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয়। তদন্তে নেমে ধৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়।
তখনই অবাক হতে হয় পুলিশ কে। চোরের বাড়ি চোরের বাড়ি রাজপ্রাসদের মতো। তাই নয় মার্বেল ফ্লোরিং, হাই-টেক সিকিউরিটি সিস্টেম কি নেই বাড়িতে। বিদেশি গাড়ি ,বাথটব থেকে এলাহী আয়োজন।

বাড়ির সামনে প্রশস্ত বাগানে নানা দামী ফুল গাছের সম্ভার, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িতে গেটের কারুকার্য রাজ প্রাসাদ বললে ভুল হবে না।
রবিবার রাতে রাজাপুর থানার ঘোষালচক এলাকায় একটি বাড়িতে চুরির অভিযোগ আসে পুলিশের কাছে। এলাকায় পৌঁছে পুলিশ আটক করে বছর ৫২ একে ব্যাক্তিকে। তার নাম অমিত দত্ত। চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে এই ব্যাক্তি প্রবেশ করেছিলো।
তবে এই চুরি র ব্যাপারে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য পায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ। অমিত কে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি থানায়। তার গ্রামের নাম ভেটকাখালি।
পুলিশ তাকে তদন্তের সার্থে তার বাড়ির ঠিকানায় নিয়ে আসতেই সামনে আসে আসল ব্যাপার। তিনি এই এলাকায় তেরো বছর আগে জায়গা কিনে বাড়ি করেছিলেন।
এই ব্যাক্তি সকাল হলেই একটি সাইকেল সাধারণ মানুষের মতো বেরতেন। এলাকার মানুষের সাথে মিশতেন। তাকে দেখে সন্দেহ হয়নি প্রতিবেশীদের। তবে তার এই বিশাল বাড়ি দেখে সন্দেহ হলেও ,স্থানীয় মানুষ পাত্তা দেয়নি। চুরির ঘটনায় অমিত দত্ত কে পুলিশ পাকড়াও করতেই তার আসল কাজ সামনে আসে।
📂 কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি?
তদন্তে উঠে এসেছে, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে ঘুরে পরিকল্পিত চুরি করত। মূলত মধ্যবিত্ত ও ধনী পরিবারের ফাঁকা বাড়িই টার্গেট করতো এই চোর। পুলিশের জানাচ্ছে, চুরি করে আয় করা টাকাতেই ধাপে ধাপে তৈরি হয়েছে এই বিলাসবহুল বাড়ি।
🛡️ পুলিশি তদন্ত চলছেই
পুলিশ ধৃত ব্যক্তি অমিত দত্ত তার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তির দলিল, ও সম্ভাব্য কোনো গ্যাং এর সাথে যোগাযোগ ব্যাপারে তদন্ত করে দেখছে। এই কেলেঙ্কারির সঙ্গে আরও কেউ জড়িত কি না, পুলিশ তদন্ত করছে ।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news