IIT Baba: ভারত পাকিস্তান ম্যাচ সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হলে আলাদা মাত্রা যোগ করে।সেই ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো।সেই নিয়ে ভবিষৎ বাণী ভারত জিতবে না ভারতেরই আধ্যাতিক রক বাবা আই আই টি বাবা ওরফে অভয় সিং তিনি এবার নতুন বাণী দিলেন।
ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে লড়াইয়ের প্রথম থেকেই ছিলো বিতর্ক ,ভারত পাকিস্থানে খেলতে যেতে চায়নি ,দুবাই আয়োজন ম্যাচের।পাকিস্থানের ভারতীয় পতাকা না উত্তোলনের অভিযোগ ইত্যাদি।এই মুহূর্তে মহাকুম্ভর এক বাবা হলেন জনপ্রিয়,তিনি আরেওস্পেস ইঞ্জিনিয়ার আই আই টি বোম্বে ,তার এই আধ্যাতিক জগতে পদার্পণ ভারতীয় জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলো।
আই আই টি বাবা(IIT Baba) নামে পরিচিত এই ব্যাক্তি জনপ্রিয় হওয়ার পরেই বিভিন্ন শো তে গিয়ে প্রেডিকশন শুরু করে।তেমনি একটি শো তে গিয়ে তিনি বলেছিলেন,আমি বলে দিচ্ছি ভারত জিতবে না এই ম্যাচ, জিততো কিন্তু এদের ভগবানে র ভক্তি নেই।
তিনি বলেন লিখে রেখে দিন তিনি ম্যাচের প্রি – প্রেডিকশন দিচ্ছেন এদের তিনি পরাজিত করবেন।জনমানুষের তীব্র ক্ষোভে র সৃষ্টি হয়। ভারতবর্ষে একজন সন্ত তিনি ভারতীয় দল হারবে এই প্রেডিকশন করছেন।
এই নিয়ে ট্রোলের স্বীকার ও হন তিনি তার নেশা ও তার জনপ্রিয় হওয়ার সুবিধা ইত্যাদি নিয়ে মানুষ প্রশ্ন করে ।তিনি বিরাট কোহলি কে নিয়েও মন্তব্য করে বসেন,বলেন বিরাট ও অন্যান্য খেলোয়াড়দের বলে দাও এবার কেউ ঠেকাতে পারবে না।ভগবান না মানুষ বড়ো দেখা যাবে।
বিরাটের ভক্তরা ও এই নিয়ে তাকে মন্তব্য করতে ছাড়েন নি, বিরাট যে মাপের খেলোয়াড় সেই মাপের মানুষ হলে আপনার মধ্যেও সেই আচরণ থাকতো ।বিরাটের ভক্তরা বলেন।
ভারত পাকিস্তান রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে এদিন ম্যাচের ফলাফল ভারতের পক্ষে দাঁড়ায়।বিজয়ী হয় ভারত সেখানে কৃত্তিত থাকে বিরাটের নিজের শত রান ও সচিন তেন্ডুলকরের রেকর্ড 1400 রাণের ভাঙেন বিরাট।
এবার সামাজিক মাধ্যমে আই আই টি বাবার(IIT Baba) মন্তব্য নিয়ে ম্যাচ জেতার পর বিভিন্ন পোস্ট হয়, ট্রোল হতে হয় অভয় সিং ওরফে আই আই টি বাবাকে।
তিনি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম তে পোস্ট করে বলেন। আসলে তিনি মনে মনে জানতেন ভারত ম্যাচ জিতবে।এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভয় ওরফে আইআইটি বাবা আরো লেখেন আমি দুঃখিত এই মন্তব্যের জন্য।আমি ক্ষমা পার্থী এখন ভারতের জয় উদ্যাপন জন্য বলছি ।
তবে সামাজিক মাধ্যমে তার এই ভুলভ্রান্তি মূলক মন্তব্য কে নিয়ে সাধারণ মানুষ জানিয়েছেন শুধু জনপ্রিয় হওয়ার জন্য এই মন্তব্য,তাই তাকে সাবধানী মন্তব্যের পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষ।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis