Union Budget 2024: মোদী সরকারের বাজেটে অন্ধ্রপ্রদেশ বিহারের জন্য বরাদ্দ বৃদ্ধি ।বাংলায় বরাদ্দ নেই
Union Budget 2024: মোদী সরকারের বাজেটে শরিকদের জন্য প্রভূত উপহার।কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশ পনেরো হাজার কোটি বরাদ্দ ।বিহারের জন্য বরাদ্দ বৃদ্ধি ।বাংলায় বরাদ্দ নেই ।
বাজেটে শরিকদের জন্য দিল খোলা প্রধানমন্ত্রী বিহারে হাইওয়ের জন্য ছাব্বিশ হাজার কোটির বরাদ্দ। বিহারের প্যাকেজ নতুন বিমানবন্দর ,মেডিক্যাল কলেজের ঘোষণা।সেজে উঠছে পরিকাঠামো য় বিহার।
এর আগে ২০১৪ থেকে ২৪ অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর। তখন সংখ্যাগরিষ্ঠ সরকার ছিলো কেন্দ্রে।এবারে শরিকদের নিয়ে গঠিত সরকারের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।
অমরাবতীর নতুন রাজধানী তৈরিতে এই অর্থ ব্যাবহার হবে । জোট সরকারে গুরুত্বপূর্ণ অবস্থান চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের ডেডিইউয়ের।
বিহারের বন্যা পরিস্থিতির উন্নতি বরাদ্দ এগারো হাজার কোটি। ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয় উঠলো না এই বাজেটে।বাংলায় বিজেপি আশানুরূপ ফলাফল না হওয়ায় এই বরাদ্দ নেই বলে মনে করছে রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ রা।
তবে গ্রামীণ ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি পাবে হিন্দুস্থান হিন্দুস্তান ইউনিলিভার্স, টিভিএস মোটর্স, হিরো মোটোকর্প এই রকম সংস্থা ক্ষেত্রে তাদের আর্থিক প্রবৃদ্ধি বৃদ্ধি হতে পারে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news