12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Voter id link with aadhar card : কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে।

Voter id link with aadhar card : কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে।

Epic card number : আপনার ভোটার কার্ড টি এবার যুক্ত হবে আধারে র সাথে এমনি জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যের ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে আছে বাংলাদেশী ভোটার বিজেপি পাল্টা দাবি করেছিলো।

রাজ্যের মন্ত্রী রা বিধানসভায় গিয়ে মিলিয়ে দেখছিলেন epic card number , ফিরহাদ হাকিম শুধু ৩৫০ এক নামের কার্ড পেয়েছিলেন জানিয়েছিলেন।

এক ব্যাক্তি একাধিক জায়গার ভোটার।রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বাংলাদেশী ভোটার দের স্থান করে দেওয়ার অভিযোগ ছিলো। আটক ও হয়েছিলো বেশ কিছু বাংলাদেশী।

কিন্তু রাজ্যের শাসক দলই উদ্যোগ নিয়েছিলো ভুয়ো ভোটার খোঁজার জন্য।এই নিয়ে নির্বাচন কমিশনকে দোষারোপ করতে ছাড়েনি শাসক দলের নেতা মন্ত্রীরা।তবে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দেয় প্রসেসিং তে যুক্ত থাকে রাজ্য সরকারি কর্মীরা ।

সেই জন্য দুর্নীতি যুক্ত কর্মচারী দের নজরে রাখতে হবে রাজ্য কে।নির্বাচন কমিশনের তরফে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির প্রতিনিধিরা যায় ,সেখানে এই ভুয়ো ভোটার খোঁজার উদ্যোগ নেবেন বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার।

রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে দাবি করা হয় আধার ও ভোটার কার্ড লিংক(Voter id link with aadhar card ) করতে হবে।ভুয়ো ও অবৈধ ভোটার দের চিনহিত করতে।

এবার ভারতবর্ষের নির্বাচন কমিশন সেই দিকেই অগ্রসর হচ্ছেন ।কেন্দ্রীয় সরাষ্ট্র সচিব ,আইন মন্ত্রক ও আধার ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া (UIDAI) সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
শুধু এটাই নয় নির্বাচন কমিশন তরফে একটি অ্যাপ্লিকেশন ব্যাবহার হবে।ভোটারদের একটি unique Id দেওয়া হবে।একই নামের ভোটার খুঁজতে সহায়ক হবে।

ভারতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সংবিধানের ৩২৬ ধারার নিরিখে শুধু ভারতীয় দের ই ভোট দানের অধিকার আছে।

এদিন বৈঠকে এটাও বলা হয়েছে আধার ও ভোটার কার্ড যুক্ত এটি সম্পুর্ন ঐছিক।সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ শুরু হবে।রাজ্যসভায় ২০২৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ ও সংবিধানের ৩২৬ নম্বর অনুচ্ছেদ যেটি মান্যতা প্রদান করে এই নির্বাচনের বিষয়ে,দ্রুত কাজ শুরু হবে

নির্বাচন কমিশন জানিয়েছে এই বিষয়ে নির্দিষ্ট টাইমলাইন থাকছে না।তবে ঐছিক হলেও কমিশন একজন ব্যাক্তির কাছে আধার সংক্রান্ত তথ্য চাইতে পারে।তালিকা থেকে বাদ দেওয়ার বিষয় এইখানে বলা হয়নি।

এই নিয়ে নির্বাচন কমিশনের (national voter service portal) পোর্টাল ও ইউ আই ডি আই প্রযুক্তি বিষয়ক বৈঠকের দ্বারা শীঘ্রই ভোটার ও আধার কার্ড যুক্তের(Voter id link with aadhar card ) পক্রিয়া শুরু করবে।

রাজ্যের বিধানসভা ভোটের নিরিখে নির্বাচন কমিশনের ভোটার কার্ড( epic card number)এই সিধান্ত কি প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয় মতামত রাজনৈতিক বিশেষজ্ঞদের।তবে এই উদ্যোগ কে বিরোধী রাজনৈতিক দলগুলি স্বাগত জানিয়েছে।