12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20250830 204626

WB SSC : অযোগ্যদের তালিকা প্রকাশ করলেও ,নেই স্কুলের নাম,বিষয়ের উল্লেখ।

List of indicative vacancies : অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশেও ত্রুটি কমিশনের !!??? রাজ্য স্কুল শিক্ষা দফতরের তালিকায় উল্লেখ নেই স্কুল এবং বিষয়ের।

কমিশনের সাইটে দীর্ঘ টালবাহানা র পরে প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকা।সুপ্রিমকোর্টের বিচারকদের নির্দেশে তালিকা প্রকাশের ব্যাপারে নির্দেশ দেওয়া হলেও নতুন করে আইনি জটিলতার সৃষ্টি হচ্ছে বলে মনে করছে আইনজীবী মহল।

রাজ্য স্কুল শিক্ষা দফতর ( WB SSC ) এদিন ৮ টা বেজে ৭ মিনিট নাগাদ অযোগ্য শিক্ষক ( tented Canditdate) দের তালিকা কমিশনের সাইটে প্রকাশ করেন। কিন্তু তালিকা প্রকাশের কিছুক্ষনের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় নতুন তালিকা নিয়ে।

এস এস সি এর প্রকাশিত তালিকায় ১৮০৪ জন শিক্ষকের নাম প্রকাশ করা হয়।কমিশনের এই তালিকায় দেখা যায় প্রতিটি ক্যান্ডিডেট এর নাম দেওয়া হলেও তাদের স্কুলের নাম অর্থাৎ যে স্কুলে এই শিক্ষক কর্মরত ছিলো ।সেই স্কুলের নাম উল্লেখ নেই। শিক্ষক কি বিষয় পড়াতো উল্লেখ নেই তালিকায়।

রাজ্যের শিক্ষা দুর্নীতি সুদূরপ্রসারী এই মামলায় , রাজ্যের আইনজীবী সুপ্রিমকোর্টের যে নির্দেশ বিস্তারিত তালিকা প্রকাশ ,এই ক্ষেত্রে আইনের লঙ্ঘন হচ্ছে বলে মনে করছে আইনজীবী মহল।এর ফলে আবারও অযোগ্য শিক্ষকদের নতুন নিয়োগ পক্রিয়ায় ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে।

যোগ্য শিক্ষকদের তরফে রাজ্যের বারংবার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা প্রতিফলন বলে মনে করছেন। রাজ্য স্কুল শিক্ষা দফতরের ( WB SSC) এর প্রকাশিত এই তালিকা আর টালবাহানা নিয়ে সুপ্রিমকোর্টের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন।

এস এস সি এর তরফে এটি প্রথম তালিকা বলে জানানো হয়েছে ।এই তালিকায় আরও নতুন অযোগ্য শিক্ষকদের নাম যুক্ত হলে সংখ্যাটি কোথায় গিয়ে দাঁড়াবে এটা দেখার পালা।বিরোধীরা এই নিয়ে সোচ্চার হয়েছে।