WB SSC Result 2025 Published : বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণে চাঞ্চল্য ,এস এস সি আজই কি ফল প্রকাশ করবে !!!
রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবারও গোলযোগ ফল প্রকাশের মুহূর্তেই এলো এই খবর , SSC Result আজ কি প্রকাশ পাবে???
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ হলো এর রেজাল্ট জানতে পর্ষদের সাইটে ভিজিট করতে পারেন।
কি করে দেখবেন WB SSC Result 2025
প্রথমে পর্ষদের ওয়েবসাইট ভিজিট করবেন ( https://westbengalssc.com) results option এ ক্লিক করে আপনার roll Number বসাবেন আপনি কোয়ালিফাই করেছেন কি না চেক করে নিতে পারবেন ।
WBSSC SLST Result 2025 এটির পরীক্ষা হয়েছিলো 7 এবং 14 ফেব্রুয়ারি 2025 পরীক্ষার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ২,৯৬,৬০৬ জন পরীক্ষা দিয়েছিলেন টি শিক্ষক পদের জন্য ,আজ WB SSC Result 2025 প্রকাশিত হলো।
WB SSC Result 2025 Published হলেও বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়ার নিয়ে বহু মামলা হয়েছে।বিচারপতি বলেন ফল প্রকাশ হলেও পার্থীদের ভাগ্য নির্ভর করছে আদালতের পরবর্তী নির্দেশের।
প্রসঙ্গত উলেখখযোগ্য ২০১৬ সালের SSC Recruitment Scam এর জন্য যে সমস্ত চাকরী বাতিল হয় তাদের ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর বরাদ্দ করে পর্ষদ।তারই বিরুদ্ধে কোলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়। মামলাকারীদের দাবি এই নম্বর পেলে নতুন প্রার্থীরা পিছিয়ে থাকবে।এই নম্বর কখন দেওয়া হবে লিখিত পরীক্ষায় না ইন্টারভিউয়ের পরে এই নিয়ে মামলায় ঝুলে থাকলে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের ভবিষৎ।
বিচারপতির অমৃতা সিনহা ১২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত করেছেন।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
