WB SSC Verdict in Supreme Court : কোলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিমকোর্টে। পশ্চিমবঙ্গের ২৬০০০ SSC চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগ

WB SSC Verdict in Supreme Court : কোলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিমকোর্টে। পশ্চিমবঙ্গের ২৬০০০ SSC চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ

WB SSC Verdict in Supreme Court : কোলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিমকোর্টে। দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।SSC ২৬০০০ চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ

WB SSC Verdict : সুপ্রিম কোর্টেও মিললো না সস্তি ।হাইকোর্টের রায় বহাল ২৬০০০ শিক্ষক শিক্ষাকর্মী দের নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ বিচারপতি সঞ্জীব খান্নার।

এদিন বিচারপতি বলেন _ হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ দরকার নেই।২৬০০০ শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগ বাতিল হচ্ছে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট।

এই নির্দেশে কার্যত হতভম্ভ হয়ে গেছেন চাকরী পার্থীরা ।রাজ্যের শিক্ষা দুর্নীতির ঐতিহাসিক নির্দেশ দেয় কোলকাতা হাইকোর্ট।একটি নির্দেশেই চাকরী বাতিল হয় ২৬০০০ শিক্ষক ও শিক্ষা কর্মীর

এই নিয়োগ পক্রিয়ায় অবস্থা এমন জায়গায় দাঁড়ায় সুপ্রিমকোর্টের এস এস সি আইনজীবী ও আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয় দুর্নীতি হয়েছে এমন চাকরী পর্থীদের তালিকা।

এস এস সি পাঁচ হাজার বললেও দণ্ড তৈরি হয় সি বি আই এই দুর্নীতির সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করায়
যার ফলে মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া শিক্ষকদের ও চাকরী নিয়ে প্রশ্ন চিন্হ দেখা যায়।
সুপ্রিমকোর্টে গিয়েছিলেন চাকরী প্রার্থীর।

কিন্তু সুপ্রীম কোর্ট ও বহাল রাখলো WB SSC চাকরিপ্রার্থীদের ২৬০০০ নিয়োগ বাতিলের নির্দেশ।