WB Upper Primary Teacher Recruitment: উচ্চ প্রাথমিকে নিয়োগ ,মেধাতালিকা প্রকাশ নির্দেশ সুপ্রিমকোর্টের
উচ্চ প্রাথমিক নিয়োগে(WB Upper Primary Teacher Recruitment) রইলনা আইনি জটিলতা পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি( recruitment Scam WB) নিয়ে মামলা
সেই নিয়ে নিয়োগ আটকে থাকা ,চাকরিপ্রার্থীদের পাশাপাশি ছাত্র ছাত্রীদের শিক্ষার বিষয়ে ঘাটতি দেখা দিচ্ছিলো।

তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী তাদের জন্য খুশির খবর।কোলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিমকোর্টের,নিয়োগে রইলোনা বাধা উচ্চ প্রাথমিক নিয়োগে চোদ্দো হাজার পার্থী দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কর তে নির্দেশ আদালতের।
Who is eligible for WB Upper primary teacher recruitment?
উচ্চ প্রাথমিকেে(WB Upper primary teacher recruitment) কাদের নিয়োগ কর তে পারবে আদালত কি নির্দেশ দিয়েছেে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ২০১৫ সালের আইনি জটে আটকে থাকা নিয়োগে নির্দেশ দিয়েছেন।
উপযুক্ত সকল পার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহন কর তে পারবে।২০১৬ সালের মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি দিয়েছে এসিসি,২৫শে সেপ্টেম্বর তাদের সাইটে মেধাতালিকা প্রকাশ হবে
এই নিয়োগ নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়েছিলো ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়াটি উচ্চ আদালতে বাতিল হয়ে যায়।
নিয়োগের সুপারিশ না করে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট ২০২৩ সালে।শুধু মাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ এই জন্য বাতিল হয় ১৪৬৩ জনের নিয়োগ,এর পরে বিষয়টি দেখে ইন্টারভিউ থেকে বাদ পড়েন ৭৪ জন
উচ্চ প্রাথমিকের ২০১৬ সালের মেধাতালিকা(WB Upper Primary Teacher Recruitment) প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news