WBCAP Centralised Admission 2025 : পশ্চিমবঙ্গের ৪৬০ কলেজে অনলাইনে আবেদন শুরু, জানুন বিস্তারিত
অবশেষে কলেজের ভর্তির অনলাইন পদ্ধতি(WBCAP Centralised Admission 2025) চালু করলেন শিক্ষা মন্ত্রী
কবে থেকে আবেদন শুরু হচ্ছে
এদিন ( ১৭ /৬/২০২৫) তারিখে বিকাশ ভবন থেকে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন ভর্তি পক্রিয়ায় রাজ্যের ১৭ টি বিশ্ববিদ্যল়ের জন্য ৪৬০ টি কলেজে centralised Admission Process শুরু হয়েছে আজ পোর্টাল চালু হলো, অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে বিকেল ৪টা থেকে।আবেদন শুরু হবে ১৮ ই জুন সকল দশটা থেকে।
West bengal college admission 2025 আবেদন ফি
রাজ্যের ৪৬০ টি কলেজের জন্য এবছরও সম্পুর্ন বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারছেন ছাত্র ছাত্রীরা।রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভর্তি পদ্ধতির জন্য প্রসেসিং ফি নেওয়া হবে না।প্রথম পর্যায়ের আবেদন চলবে 1 জুলাই পর্যন্ত
College Admission 2025| WBCAP Admission Process 2025
এই পোর্টালের মাধ্যমে কি করে কলেজে ভর্তির আবেদন করবেন দেখে নিতে পারেন সেই পদ্ধতি।
প্রথমে আসতে হবে এই সাইটে Wbcpa.gov.in এই বিষয়ে
বিকশিত CAP পোর্টাল wbcap.in (ওয়েবসাইটে লগইন ও রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ নাম ঠিকানা দিতে হবে). একাধিক কলেজ ও বিষয় নির্বাচন (২৫টি অপশন পর্যন্ত). আবদার জমা ও OTP-ভেরিফিকেশন। পরবর্তী ধাপে আপগ্রেডেশন সুবিধা (যদি উচ্চ র্যাংকের সীট খালি থাকে) |
---|
দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন প্রক্রিয়া
প্রথম পর্যায়ের ভর্তির পরে যারা সুযোগ পাচ্ছেন না, অবশিষ্ঠ সিট গুলি তে ছাত্র ছাত্রীরা দ্বিতীয় পর্যায়ের আবেদন পদ্ধতি মাধ্যমে ভর্তি হতে পারবেন সেই ক্ষেত্রে ভর্তি ফি অতিরিক্ত হলে সেই টাকা টা দিতে হবে।ভর্তি ফি কম হলে সেই টাকা শিক্ষা দফতর প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেবে।জানিয়েছে শিক্ষা মন্ত্রক।
যে কলেজ গুলিতে অনলাইন পদ্ধতি তে ভর্তি নেওয়া হবে না
রাজ্যের সরকার সংখ্যালঘু কলেজ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অধীন কলেজ গুলির ভর্তি পক্রিয়ায এই WBCAP Centralised Admission 2025 পোর্টালের মাধ্যমে হবে না। প্রভিশনাল অ্যাডমিশনের জন্য প্রার্থীকে হাজির থাকতে হবে না।

12NewsWorld Desk Report is the official editorial team of 12NewsWorld.com, bringing you timely, accurate, and unbiased news from West Bengal, India, and around the world. Our desk compiles, verifies, and delivers news
Committed to journalistic integrity and quality reporting, the 12NewsWorld Desk ensures every story meets our standards for accuracy, clarity, and relevance. We aim to keep readers informed, engaged, and empowered with the latest developments, insights, and in-depth coverage.
Written by 12NewsWorld Desk Report