12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

image 2

What apps are banned in Nepal?নেপালে কি ফেসবুক নিষিদ্ধ?

নেপাল সরকার সাম্প্রতিক সিদ্ধান্তে নিষিদ্ধ করেছে নানা রকম সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন।

নেপালের সরকারের তরফে জানানো হয়েছে Facebook Messenger, Instagram, YouTube, WhatsApp, X, LinkedIn, Snapchat, Reddit, Discord, Pinterest, Signal, Threads, WeChat, Quora, Tumblr, Clubhouse, Mastodon, Rumble, VK, Line, IMO, Zalo, Soul, and Hamro Patro এই অ্যাপ্লিকেশন গুলি এখন থেকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে।

নেপালে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন নিষিদ্ধ হয়েছে কেনো ।সরকারি সিদ্ধান্তে কি জানানো হয়েছে।

নেপালে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন গুলি তাদের রেজিস্ট্রেশন সঠিক সময়ে করেনি ।এই জন্য সরকারি তরফে তাদের উপর এই সিধান্ত নেওয়া হয়েছে।

নেপালের সুপ্রিমকোর্টের তরফে এই একটি মামলায় এই সিধান্ত নেওয়া হয়েছে।আদালতের সিধান্ত থাকা সত্বেও মানা হয়নি নিয়ম,অবমাননার কারণে বন্ধ এই সোশ্যাল মিডিয়া গুলি যেমন ফেসবুক ,ইনস্টাগ্রাম,জালো, হামরো, ইউটিউব

সুপ্রিম কোর্ট, আদালত অবমাননার একটি মামলায় (মামলা নং 080-8-0012), সরকারকে নির্দেশে বলা হয় দেশী , বিদেশী অনলাইন প্লাটফ্রম গুলির রেজিস্ট্রি ,তাদের কন্টেন্টের বিষয়বস্তু নিয়ে পর্যবেক্ষণ ইত্যাদি করে থাকে।তাদের বৈধ রেজিস্ট্রি না থাকার কারণে নিষিদ্ধ ঘোষণা হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ,ইনস্টাগ্রাম , টাম্বলার ইত্যাদি।

নেপাল সরকারের মন্ত্রিপরিষদ 2082.05.09 নির্দেশনামা মোতাবেক, টেলি কমিউনিকেশন দফতরের তরফে নির্দেশিকা জারি করে নেপালে নিষিদ্ধ করা হয়েছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফ্রম এর কার্যকারিতা।

সামাজিক ব্যাবহার নিয়ন্ত্রণ নির্দেশিকা ২০৮০ এর নিয়মের অধীন নেপালের এই নিষিদ্ধ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে।এই সময়ের মধ্যে বৈধ রেজিস্ট্রি করতে হবে না হলে বন্ধ থাকবে পরিষেবা।

নেপালে অপারেট করা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠানের অথরিটি কে বারংবার রেজিস্ট্রির জন্য বলা হয়েছে ।২০২০ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে নেপাল সরকারি নির্দেশিকায় তাদের ,বৈধ রেজিস্ট্রির জন্য জানানো হলেও কর্ণপাত করেনি প্রতিষ্ঠানগুলি।

নেপালের যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন নেপালের টেলি যোগাযোগ মন্ত্রকের তত্ত্বাবধানে রেজিস্ট্রি বিহীন এই প্রতিষ্ঠানগুলি কে বারংবার আবেদন করা হয়।তাদের তরফে কোনো সিধান্ত নেওয়া হয়নি তাই ফেসবুক ,ইউটিউব , টাম্বলার ইত্যাদি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন গুলি তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে যখন তাদের রেজিস্ট্রি করবে।

নেপালে কাজ করছে না ফেসবুক ,একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা কন্টেন্ট ক্রিয়েটর দের উপার্জনের পথ খুলে দিয়েছিলো এই সোশ্যাল মিডিয়াগুলি।এই নির্দেশিকায় সমস্যায় তারা। কনটেন্ট পোস্ট করতে না পারার উদ্বেগ জানিয়েছে বহু ক্রিয়েটর।

এছাড়াও বিদেশে বসবাসরত পড়ুয়া দের বাড়িতে যোগাযোগের সমস্যা হচ্ছে এই সিদ্ধান্তে।কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস অ্যান্ড অ্যাক্সেস নাউ এই সোশ্যাল মিডিয়া বন্ধ সিদ্ধান্তের বিরোধিতা করে একতরফা নীতি প্রয়োগ বলে উল্লেখ করেছেন।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম বিল যেটি নেপালের সংসদে উত্থাপন নিয়ে সিধান্ত হচ্ছে।এই বিলের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যাবহার রুখতে ,নিয়ম বহির্ভূত কাজ করলে জেল,জরিমানা হতে পারে, প্রতিষ্ঠানে কাজ করা দায়িত্বে থাকা কর্মীদের এই ব্যাপারে সাধারণ মানুষের তরফে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

তাদের বক্তব্য সরকার তাদের ব্যাক্তিগত পরিসরে হস্তক্ষেপ করছে।এখন পর্যন্ত রেজিস্ট্রি না করলে সরকারি সিদ্ধান্তে এই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি বন্ধ থাকবে।