Vadodara: ফুচকা নিয়ে বিরোধ রাস্তা অবরোধ মহিলার

Vadodara: ফুচকা নিয়ে বিরোধ রাস্তা অবরোধ মহিলার

রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলেন ভাদোদারার ( Vadodara) মহিলা , কোনো ফাউ ফুচকার জন্য নয় ,বিরোধ হলো ফুচকা বিক্রেতার সাথে।

ফুচকা আর মহিলাদের যোগ বহুদিনের ।এই টক ঝাল সম্পর্ক যে পুলিশ পর্যন্ত গড়াবে কে জানতো।

ভাদোদারার(Vadodara) এক মহিলা গিয়েছিলেন ফুচকা খেতে ।স্বভাবতই ফুচকাওয়ালা ফুচকা দিচ্ছিলেন। এমন সময় মহিলা চেঁচাতে থাকে ,তার দাবি তাকে নাকি দুটো ফুচকা কম দিয়েছে বিক্রেতা, বিরোধ সমাধানের জন্য আসে পুলিশ।

মহিলার আজব সাফাই তাকে ফুচকা ওয়ালা 20 টাকার বিনিময়ে 6 টির জায়গায় 4 টি ফুচকা দিয়েছেন।তার প্রাপ্য দুটি ফুচকার জন্য তিনি এই ঝামেলা করছেন।

ফুচকা নিয়ে এই ঝামেলা এক পর্যায় রাস্তা অবরোধের রূপ নেয়।মহিলা রাস্তায় বসে কান্নাকাটি জুড়ে দেন তার প্রাপ্য দুটি ফুচকার জন্য।তিনি বলেন তাকে দুটি ফুচকা দেওয়া বিক্রেতার উচিত ছিলো।

তিনি বলেন তাকে প্রাপ্য ফুচকা না দিলে রাস্তা থেকে উঠবেন না। পুলিশের আবেদনেও তার অবস্থান বজায় রাখেন মহিলা ।

রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ কিছুক্ষনের চেষ্টায়  রাস্তা থেকে অবরোধ প্রত্যাহার করে।তবে জানা যায়নি ভাদোদরার মহিলার দুটি ফুচকার দাবি পূর্ণ হয়েছে কি না

তবে সমাজ মাধ্যমে এই নিয়ে হাঁসির রোল উঠেছে।মহিলাদের ফুচকা নিয়ে ভালোবাসা, নেট নাগরিকদের কমেন্টে এবং হাসি ঠাট্টায়  উত্তাল সমাজ মাধ্যম।তার দাবি নিয়ে কেউ প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করতে পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।