Sougata Roy : তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কংগ্রেস নেত্রীকে সমর্থন করে সমালোচনা করেছিলেন রোহিতের,এবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy win) জিতলেও ,বললেন রোহিত প্রলোভনে পা দিয়েছে।

তৃণমূলের শিক্ষিত সাংসদ সৌগত রায়, ব্যাক্তি জীবনের প্রফেসর সৌগত র সম্মান ও রাজনৈতিক জীবন বিচিত্র ,তিনি বেফাঁস বলেন ,সেটা দলের নেতা হোক বা সাধারণ মানুষকে।
তার একটি মন্তব্য সমালোচিত হয় ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত কে উদ্দেশ্য করে সৌগত বলেন দলে থাকার যোগ্যতা নেই ভারতীয় অধিনায়কের রোহিত কে নিয়ে মন্তব্য সৌগতর।
এই মন্তব্য করেছিলেন কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ ,তিনি রোহিত কে উল্লেখ করে মোটা বলে সম্বোধন করেন।তিনি অবশ্য বিতর্কের মুখে পোস্ট ডিলিট করেছিলেন।
তাকে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) রোহিতের রান না পাওয়া নিয়ে তিনি সমালোচনা করেছিলেন।
এদিন ভারত দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনাল জিতেছে(Champions Trophy win )সেটাও রোহিতের নেতৃত্বে।
তবে এবার তৃণমূল সাংসদ সৌগত রায় একটু আলাদা সুরে গেয়েছেন।তিনি বলেন – আমি শেষ অবধি খেলাটা দেখলাম। প্রতিটা বল দেখলাম। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে খুব লড়াই করে ভারত জিতেছে।
তিনি এদিন বলেন ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স দলের গুন আছে,রোহিত শর্মা সেঞ্চুরি হলে তিনি খুশি হতেন ।
তিনি তার বক্তব্যে যে বিতর্ক হয়েছিলো সেটি উধৃত করে বলেন আমি রোহিতের রান না পাওয়া নিয়ে মন্তব্য করেছিলাম।
রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে তিনি বলেন – ক্যাপ্টেন, ওর পারফর্ম করা উচিত,জায়গা টি জাস্টিফাই করতে পারেনি ওই ম্যাচ গুলিতে।তবে এদিন তিনি প্রসংশা করেছেন রোহিত এদিন ৭৬ রানের ইনিংস খেলেন, তিনি ৮৩ বলে এই রান করেছেন।

এদিন ভারতীয় স্পিনার দের দাপটে 251 রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।কুলদীপ(2/40), জাদেজা (1/30)
বিপক্ষে ওপেনিং জুটি নিউজিল্যান্ডের ডেরী মিচেল (63 off 101 balls ) লম্বা ইনিংস ও মাইকেল ব্রেশ্বওয়েলের (53 off 40 balls) অপ্রতিরোধ্য ইনিংস ম্যাচে ফেরায় নিউজিল্যানডকে।
তবে ভারতীয় ব্যাটিংয়ের পাওয়ারপ্লেতে 10 ওভারের শেষে, ভারতের রান ছিলো 64/0 সুভমন রোহিত সেই দিশা দেখিয়ে দেয়।
একই সাথে ব্যাটিংয়ে রান আসে শ্রেয়াস (48) রান শেষ ওভারে কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়ার ফিনিশিং ভারতকে বারো বছরের ইচ্ছা বাস্তব হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জেতা ।
তাই বর্ষীয়ান সাংসদ Team India কে শুভেচ্ছা জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য।তবে রোহিত কে নিয়ে তার দ্বিধা থেকেই যায় ।স্টাম্প আউট নিয়েও তিনি বলেন একটু প্রলোভনে পা না দিয়ে খেলতো তাহলে ভালো হতো, তবে রোহিতের সম্ভাবনা আছে এটিও উল্লেখ করেছেন।

সৌগত রায় (Sougata Roy) এদিন বলেন আমি সামান্য লোক আমি যে মন্তব্য করেছিলাম , হয়তো উনি বাড়তি উদ্যম পাননি। তবে সকলে বলেছেন তাই ভাল খেলেছেন, আনন্দের কথা, একটু পাল্টে নিয়ে তিনি বলেন তবে তখন তিনি ফেল করছিলেন এটা সত্যি এখন অভিনন্দন জানাচ্ছি।
তৃণমূলের এই সাংসদ ও রোহিত কে নিয়ে মন্তব্যের বিতর্ক থাকলেও এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতে ভারতীয় টিমের ট্রফি নিয়ে উচ্ছাস।ভারতবাসীর উচ্ছাস দেখার মতো ,বিরাট ও রোহিতের নাচ ( Rohit Sharma, Virat Kohli play dandiya) ভারতীয় দর্শকদের খুশির সৃষ্টি করেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ও ট্রফি জেতার সেই ভিডিও ভারতবাসী গর্বিত হয়
ভারতীয় দর্শকদের উচ্ছাস বৃদ্ধি পেয়েছে।তাই বিতর্ক সরিয়ে রেখে বারো বছর অপেক্ষার অবসান ,চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis