12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

BJP স্টার বিধায়ক সাথে আরেক জন ক্যামাক স্ট্রীটে Abhishek Banerjee Trinamool Congress সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ , বাড়ছে যোগদানের সম্ভাবনা

BJP স্টার বিধায়ক সাথে আরেক জন ক্যামাক স্ট্রীটে Abhishek Banerjee Trinamool Congress সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ , বাড়ছে যোগদানের সম্ভাবনা
image

 বিজেপির স্টার বিধায়ক কি এবারে Trinomool Congres এ আরেক বিধায়ক কে সঙ্গে নিয়ে ক্যামাক স্ট্রীটে Abhishek Banerjee Trinamool Congress সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ

BJP MLA, Abhishek Banerjee, Trinomool Congres join

কলকাতা : বিজেপির বিধায়ক যোগ দেবেন তৃণমূলে সেজন্যই কি কাম্যাকস্ট্রীটে Abhishek Banerjee তার অফিসে ওই নেতারা ??? একাধিক তৃণমূল (Trinamool Leader) নেতার দাবি এবার কি সত্যি হতে চলেছে শীঘ্রই ঘুরবে খেলা??? বিজেপির তারকা বিধায়ক তিনিও রয়েছেন (BJP) তার সঙ্গে রয়েছেন আরেক বিজেপি বিধায়ক ।

                         

এরইমধ্যে মঙ্গলবার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) তার দফতরে দেখা গেল বিজেপির ওই তারকা বিধায়ককে। তাঁর সঙ্গে ছিলেন আরও এক বিধায়ক। কী আলোচনায় গিয়েছিলেন তারা ? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এদিকে চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে মাত্র কয়েকদিন। এমতাবস্থায় বিধায়ক বদল বঙ্গ বিজেপির শক্তি বেশ খানিকটা কমতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

See also  SSC Case: ভলেন্টিয়াররি সার্ভিস দিন। আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, মুখ্যমন্ত্রী।