CBI in R.G Kar case : সন্দীপ ঘোষের জেল হেফাজত চাইলো না সিবিআই

CBI in R.G. Kar case : সন্দীপ ঘোষের জেল হেফাজত চাইলো না সিবিআই

CBI in R.G. Kar case : সন্দীপ ঘোষ সহ অভিযুক্ত চারজন ,তাদের হেফাজতে চাইলো না সিবিআই।এদিন আলিপুর আদালতে পেশ করে সিবিআই ।আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ মেডিক্যাল ওয়েস্ট থেকে বিভিন্ন দুর্নীতি তে জড়িয়েছে তার নাম।

আরজি কর মেডিকেল কলেজে সেখানে তিন বছর ধরে দুর্নীতির শিকড় গেড়ে বসেছিলেন এই সন্দীপ। মেডিক্যাল স্টুডেন্ট দের পরীক্ষায় নম্বর কম দেওয়া,হুমকি ইত্যাদি তার গাং অপারেট করে।

এই অভিযোগে ২ সেপ্টেম্বর সিবিআই গ্রেফতার করে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।তার সঙ্গে গ্রেফতার হয় হাসপাতালে ওষুধ সরবরাহকারী বিপ্লব সিংগা ও সুমন হাজরা এবং নিরাপত্তারক্ষী আফসার আলী।

তাদের আজ আলিপুর আদালতে পেশ করে সিবিআই ,সন্দীপ ঘোষকে তাদের হেফাজতে নিতে চায়নি সিবিআই। এই বক্তব্যে আদালতে ভৎসনা করে, সিবিআই র উদ্দেশ্য বলেন ভবিষ্যতে নির্দেশ কী হবে, তা এখন থেকেই ঠিক করতে চাইছেন? কিন্তু, তখন কী পরিস্থিতি হবে, সেই বুঝে নির্দেশ দেওয়া হবে।

সন্দীপ ঘোষকে, সিবিআই আর্থিক দুর্নীতি দমন শাখা সেপ্টেম্বর দুই গ্রেফতার করে, আরজি করে প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলী তিনি ,একাধিক অভিযোগ করে সন্দীপ ঘোষের নামে, রাজ্য সরকার প্রাইজ পোস্টিং দিয়ে নেশনাল মেডিক্যাল কলেজ পাঠিয়ে দেন।সেখানেও বিক্ষোভ হয় সন্দীপ ঘোষ কে উদ্দেশ্য করে।আলিপুর আদালত সিবিআই র বক্তব্য শুনে আরজি কর মামলায় (CBI in R.G. Kar case) ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন

See also  West Bengal deed Search : আপনার জমির পুরাতন দলিল সার্চ ও ডাউনলোড পদ্ধতি