রেলওয়ে স্টেশন, খড়গপুর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো রেলের টিকিট পরীক্ষকের সাথে । 

আজ খড়গপুরের এক ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। আচমকাই টিকিট পরীক্ষকের মাথায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার! সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হয়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ছিটকে পড়ে যান ওই রেল কর্মী।

Railway Station, kharagpur
আচমকাই টিকিট পরীক্ষকের মাথায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার

জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ওই টিকিট পরীক্ষককে ভর্তি করা হয়েছে হাসপতালে। ঘটনাটি ঘটেছে খড়গপুরে। পূর্ব রেলের অন্যতম জংশন স্টেশন । বহুবিধ মালপত্র ও লোকজনের স

মাবেশ এই স্টেশনটি তে লেগেই থাকে। এর সাথে, দূরপাল্লার বহু ট্রেন এই স্টেশনের উপর দিয়েই চলাচল করে প্রতিনিয়ত। এবার সেই রেলওয়ে স্টেশনেই বিদ্যুৎপৃষ্ট হয়ার ঘটনা ঘটলো এক টিকিট পরীক্ষককের সাথে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার পরে দীর্ঘক্ষণ রেললাইনেই পড়ে থাকেন ওই টিকিট পরীক্ষক। কোনো প্রাথমিক চিকিৎসা দেয়া হয়নি।ঘটনায় রেল যাত্রীরা আতঙ্কিত

ঘটনার সূত্রপাত পৌনে ১ টা। শীতের দুপুরের ফাঁকাই খড়গপুরের স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সহকর্মীর সঙ্গে কথাবার্তায় ব্যাস্ত ছিলেন রেলের ওই টিকিট পরীক্ষক, সুজন কুমার সিং সর্দার নামে ওই টিকিট পরীক্ষকের মাথায় সেই সময় আচমকাই বিদ্যুতের তার ,মুহূর্তের মধ্যেই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে প্ল্যাটফর্ম থেকে মাটিতে ছিটকে যান তিনি। অন্যদিকে, আরেক সহকর্মী তিনি কোনওরকমে বিপদ থেকে রক্ষা পান। এরপর বেশ কিছুক্ষম সময় অতিবাহিত হলেও শেষে রেললাইন থেকে সুজন কুমারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

যদি ব্যাস্ত সময়ে ওই বিদ্যুৎবাহী তার যাত্রীদের মাথায় ছিঁড়ে পড়তো তাহলে বড়োসর দুর্ঘটনার স্বীকার হতেন অসংখ্য যাত্রী।

বেশ কিছুক্ষণ ওই অবস্থায় রেললাইনে পড়ে থাকায়, রেলের নিরাপত্তা ব্যবস্থার ঢিলে ঢালা ব্যাবস্থার চিত্র সামনে আসছে। যে সময় দুর্ঘটনা ঘটে ওই লাইনে কোনও ট্রেন ছিল না। থাকলে, আরও বড় ঘটনা প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত। প্রত্যক্ষদর্শীরা তেমনটাই বয়ান দেন । ঘটনার ভিডিও ভাইরাল হতেই খড়গপুর রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *