Gujarat Election Result Live Update: দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলাফল গণনা আজ, শুরুতেই বেশ এগিয়ে বিজেপি, গান্ধীনগরে উৎসবের শুরু।

গান্ধীনগরে অনেকটাই এগিয়ে বিজেপি-র। গণনার শুরুতেই ৯৯ আসনে এগিয়ে ভাজপা। তাতেই উচ্ছ্বাসের শুরু। 

SAVE 20221208 103252

Himachal Pradesh Election Result Live: অপরদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাদ্দার কেন্দ্র হিমাচলে কংগ্রেস এগিয়ে ২০টি আসনে।
হিমাচলে কংগ্রেস এগিয়ে ২০টি আসনে। নির্দল প্রার্থীরা এগিয়ে দুই আসনে।

 Himachal Pradesh Election Result Live: হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর

 হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর। হিমাচলে ৩৬টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩২টি আসনে। 

Gujarat Election Result Live Update: গণনার শুরুতে মোদির রাজ্যে এগিয়ে বিজেপি, ১২৮টি আসনে

গণনার শুরুতে মোদির রাজ্যে অনেক এগিয়ে বিজেপি। ১২৮টি আসনে এগিয়ে রয়েছে তারা। ৪৯টি আসনে এগিয়ে কংগ্রেস। আপ সেখানে ২টি আসনে এগিয়ে

Gujarat Election Result Live Update: গুজরাতে মর্যাদার লড়াই বিজেপি-র

আজ গুজরাত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সেখানে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। ২০১৭-র পুনরাবৃত্তি চাইছে কংগ্রেস। তাদের টেক্কা দিতে প্রথম বার প্রতিপক্ষ আম আদমি পার্টি।

আজ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল এক দিকে, হাই ভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রধানমন্ত্রী মোদির বিধানসভা ক্ষেত্র।। অন্য দিকে, জে পি নাড্ডা হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Assembly Election 2022) ফলাফলও আজই প্রকাশিত হতে চলেছে। আর দুই রাজ্যেই ত্রিমুখী লড়াই এতদিন প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি (BJP) এবং কংগ্রেস (Congress)। এ বার সংযুক্ত হলো আম আদমি পার্টির (AAP) যারা গতকালই MCD নির্বাচনে জয়লাভ করেছে। তাতে বিজেপি, কংগ্রেস, দুই দলের ভোটবাক্সেই কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় ।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *