স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি CBI বিস্ফোরক দাবী । কারচুপি ও দুর্নীতি এসএসসিতে মোট ৮ হাজার ১৬৩ OMR শিটে এই পাহাড় প্রমাণ দুর্নীতির রিপোর্ট পেশ করল CBI. 

SSC SCam West Bengal

এসএসসি অফিসে বসেই এই দুর্নীতি করা হয়েছে। এসএসসির তিন তলাতে এই কান্ড ঘটানো হয়েছে। 

SSC নিয়ে CBI-এর বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে। নিয়োগ দুর্নীতির ‘আঁতুড়ঘর’ হয়ে উঠেছিল SSC অফিস! OMR শিট নিয়ে কারচুপির প্রধান কেন্দ্রীয় স্থান SSC অফিস। মোট ২৩ লক্ষ OMR SSC অফিসে বাছাই করা হয়। চূড়ান্ত পর্বে এই ২৩ লক্ষের মধ্যে ৮ হাজার ১৬৩ OMR শিটে কারচুপি ধরা পড়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। 

SSC নিয়োগে শেষ বারে ২৩,৪৪৯ জনের নিয়োগ করেছে। এর মধ্যে ৮ হাজার ১৬৩ OMR শিটে কারচুপি করা হয়েছে। মোট চারটি নিয়োগ প্রক্রিয়া হয়, অর্থাৎ গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে এই ঘটনা করা হয়েছে। 

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের উত্তরপত্র মূল্যায়নকারী সংস্থা নাইসা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই দুর্নীতির ঘটনা সামনে এসেছে। গাজিয়াবাদে মেলা তিনটি হার্ডডিস্ক শিক্ষা দুর্নীতির পর্দা ফাঁস করেছে। 

 সিবিআই-এর দাবি, OMR মূল্যায়নকারী সংস্থা সমস্ত OMR স্ক্যান করে এসএসসি কে দেয়। চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর SSC-কে নেওয়ার পরেই আসল খেলা শুরু হয়। SSC-র তিন তলাতে বসেই যাবতীয় অপকর্ম সারা হয় । সেখানেই SSC কর্তারা ইচ্ছামত পরিবর্তন আনেন নম্বরের ।পরিবর্তন করা ২৩ লক্ষের মধ্যে ৮ হাজার ১৬৩ OMR শিটে কারচুপির করা হয়েছে CBI-এর দাবি । 

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *