Panchayat Election 2023 : স্পর্শ কাতর বুথের কথা জানাতে চলেছে কমিশন দশ হাজারেরও কম বুথ স্পর্শকাতর জানালো কমিশন ; মোট বুথ ৬১ হাজার

Spread the love

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ( Panchayat Election 2023) স্পর্শকাতর বুথের তালিকা জমা দিতে বলা হয়েছিল নির্বাচন কমিশনকে( Election Commision) । হাইকোর্টের ( Calcutta High Court)  তরফ থেকে নির্দেশ পাওয়ার পর স্পর্শ কাতর বুথের কথা জানাত  চলেছে কমিশন 

Saayoni Ghosh : এবার ED র পর CBI তলব সায়নী ঘোষকে 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর বুথের তালিকা জমা দিতে বলা হয়েছিল নির্বাচন কমিশনকে হাইকোর্টের তরফ থেকে। এই নির্দেশাবলী পাওয়ার পরে সেই তালিকা জমা দিতে চলেছে কমিশন

                                     

রাজ্যে পঞ্চায়েত ভোটে একের পর এক হিংসা রাজ্যপাল ( CV Ananda Bose) চষে বেড়াচ্ছেন বিভিন্ন জেলা ।

এদিন তিনি যান বাসন্তীতে দক্ষিণ চব্বিশ পরগনায়।

 ইতিপূর্বেই হাইকোর্টের ( Calcutta High Court)  তরফে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা কে স্পর্শকাতর বুথ সেই সম্বন্ধে তালিকা জানাতে বলা হয়েছিল। 

                                    

EC Submit Sensetive Booth information to calcutta High Court

 সে সময় অবশ্য তিনি কিছুই জানান নি স্পর্শকাতর বুথ সম্বন্ধে । অবশেষে পঞ্চায়েত নির্বাচনের পাঁচদিন আগে স্পর্শকাতর বুথ সম্বন্ধে জানালো রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টে জমা দিতে চলেছে তালিকা

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের সময় যে হানাহানি এবং হিংসা তাতে মাত্র দশ হাজার বুথ স্পর্শকাতর, এমনই তালিকা তৈরি করেছে জানা যাচ্ছে নির্বাচন কমিশন।

 নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী ৬১ হাজার বুথের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার মাত্র ৮% বুথ স্পর্শকাতর এছাড়া মুর্শিদাবাদের দশ শতাংশ বুথ স্পর্শকাতর বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

 

 সেই সমস্ত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ও ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনী , পঞ্চায়েত ভোটে ৮৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তার ভবিষ্যতে অনিশ্চিত। 

প্রসঙ্গত ২০১৮ সাল যে সমস্ত বুথে ৯০% এর বেশি ভোট পড়েছিল এবং একজন প্রার্থী ৭৫ শতাংশের বেশি ভোট পেয়েছিল। কমিশনের তরফ থেকে সেই সমস্ত বুথ সম্বন্ধে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়। জেলাশাসক বিডিও দের এমনই নির্দেশ দেয়া হয়েছিলো। 

রবিবার রাজ্য নির্বাচন কমিশনের রাজীবা সিনহা

বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ডিজিপি মনোজ মালব্য, এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *