ICC champions trophy 2025 : চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা আইসিসির
আইসিসি তাদের ভেনু ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ।বিতর্কের অবসান ভারত কি খেলবে চম্পিয়নস ট্রফি 2025
এই বিষয়ে আইসিসি তাদের সিদ্ধান্তে জানিয়েছে সেমিফাইনাল 1 ভারত জিতলে ভেনু হবে দুবাই ও সেমিফাইনাল 2 পাকিস্থান জিতলে ভেনু সেই দেশেই আইসিসি জানিয়েছে লাহোর হবে হোস্ট সিটি champions trophy 2025 final match হবে ।
এখানেই সমস্যা শেষ নয় ভারতের দাবি ছিলো তাদের জন্য হাইব্রিড মডেল খেলা অনুষ্ঠিত হবে।পাকিস্থানের মাটিতে তাদের খেলার অসম্মতি জানিয়েছিলো আইসিসি কে প্রথমেই
Champions Trophy 2025 qualification :সেইমতো তাদের জন্য ভেনু দুবাই ,টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলে সেটি দুবাইতে অনুষ্ঠিত হবে।আইসিসি জানিয়েছে।
Icc champions trophy next match
আইসিসি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে ভারতীয় দল ও আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দূরে আনুষ্ঠানিক আয়োজক দেশ পাকিস্তান।তাদের দাবি ছিলো ২০২৭ পর্যন্ত কোনও আইসিসি ট্রফিতেই ভারতে খেলতে আসবে না। সেমিফাইনাল ও ফাইনাল হবে পাকিস্থানে
পিসিবি র দাবি মেনে নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হচ্ছে ফাইনাল তবে ভারতীয় দলকেও সুযোগ দেওয়া হয়েছে ICC champions trophy 2025 এর সূচিতে।দর্শকদের মনে প্রশ্ন ছিলো ভারতীয় দল কি পাকিস্থানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে। (will india play champions trophy in Pakisthan ) এই জল্পনার অবসান করেছে আইসিসি।
বিসিসিআই এর মন রক্ষা করেছে তাদের দাবি মেনে ভারতীয় দল ইউ এ ই দুবাইয়ে খেলবে তাদের ম্যাচগুলি।
Champions Trophy 2025 Venue
ভারত বনাম বাংলাদেশ: ২০ ফেব্রুয়ারি (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
ভারত বনাম পাকিস্তান: ২৩ ফেব্রুয়ারি (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
ভারত বনাম নিউজিল্যান্ড: ২ মার্চ (দুবাই)- দুপুর ২.৩০ মিনিট
প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ – (দুবাই) (ভারত উঠলে প্রথম সেমিফাইনাল খেলবে) দুপুর ২.৩০ মিনিট
দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ (লাহোর) (পাকিস্তান উঠলে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে)- দুপুর ২.৩০ মিনিট
ফাইনাল: ৯ মার্চ (লাহোর) (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে)- দুপুর ২.৩০ মিনিট