What is ssy : ভারত সরকারের ক্ষুদ্র সঞ্চয় স্কিমে ( Small Saving schemes in post office ) পাবেন ৩৭.৬৮ লাখ টাকা।আপনার কন্যার ভবিষ্যতের জন্য আজই এই স্কিমে নথিভুক্ত করতে পারেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের আর্থিক সচ্ছল করতে এই প্রয়াস নেয়। উদ্দেশ্য ছিলো তাদের পড়াশোনা থেকে বিবাহ ইত্যাদি খরচ এই টাকায় ও প্রকল্প থেকেই হয়।
Is ssy good investment : SSY ইনভেস্টমন্টস আপনার জন্য সুবিধা এনে দেয় ও সরকারি করে তেও ছার পাওয়ার বন্দোবস্ত আছে ।
সুকন্যা সমৃদ্ধি যোজনার যোগ্যতা
এই প্রকোল্পের জন্য কন্যা সন্তানের আইনি অভিভাবক ও পিতা মাতা SSY একাউন্ট খুলতে পারে
মেয়ে শিশুর বয়স 10 বছরের কম হবে যখন এই একাউন্ট খুলবে।
একটি পরিবার শুধু মাত্র দুটি দুটি SSY অ্যাকাউন্ট খুলতে পারবে।
যমজ বা ট্রিপলেট মেয়ে তার পরে কোনো মেয়ে জন্ম নিলে তৃতীয় অ্যাকাউন্ট খোলা যেতে পারে
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১০০০ টাকা জমা দিলে কত টাকা পাওয়া যায়?
এই সল্প সঞ্চয় প্রকল্পে(Small Saving schemes in post office) আপনাকে যে নথি জমা দিতে হবে সেগুলি আধার নম্বর ও প্যান কার্ড নম্বর দিয়ে ,আপনি ছয় মাস পরে নিজের আধার প্যান কার্ড নথি আপডেট করতে হবে।১০০০ টাকা করে জমা দিয়ে থাকেন তাহলে ২১ বছর পর পাওয়া যেতে পারে ৫,১১,৮২৯ টাকা,২,০০০ টাকা জমা পাবেন ১০,২৩,৬৫৮ টাকা,৩,০০০ টাকা ১৫,৩৫,৪৯০ টাকা ,সুদের হার 2024-25 অর্থবর্ষে বর্তমানে প্রতি বছর 8.2%
সুকন্যা সমৃদ্ধি যোজনায় সর্বনিম্ন আমানত
এই প্রকল্পে আপনি সর্বনিম্ন টাকা জমা দিতে পারবেন ₹ 250/- ডিফল্ট বলে বিবেচনা হবে। পোস্ট অফিসেও সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খুলতে পারবেন,এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলি তে এই প্রকল্পে সুবিধা পাবেন।
- Govt Cuts Toll Rates for Bridges; Tunnels | জাতীয় সড়কে সেতু ও টানেলে টোল হ্রাস
- CM Pratigya Yojana bihar online apply process: নীতীশের ভোটের ভেট দ্বাদশ এবং স্নাতকের ছাত্র ছাত্রীদের ভাতার ব্যাবস্থা
- Gujarat lawyer sipping bear : মামলা চলাকালীন বিচারকের উপস্থিতিতে বিয়ারে চুমুক আইনজীবীর
- The railway extra fare per kilometer impliment today : সিপ্লার থেকে এসি বাড়তি ভাড়া রেলে আজ থেকে প্রযোজ্য হচ্ছে
- Fordow Nuclear Site Air Strike:ইরানের ফোরডো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা “কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি, ট্রাম্প”
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম
এই প্রকোল্পের 18 বছর বয়স হলে টাকা তোলা সম্ভব
18 বছর বয়সে পৌঁছালে নূন্যতম পঞ্চাশ শতাংশ টাকা তুলতে পারবেন কন্যা সন্তানের বিবাহ ও পড়াশোনার তে উদ্দেশে।
21 বছর পর্যন্ত সুদ পাবেন এই সল্প সঞ্চয় যোজনা তে(Small Saving schemes in post office )। আপনি নিকটবর্তী ব্যাংক ও পোস্ট অফিস সুবিধা পাবেন।