যে বুথে হয়েছিলো ভোট বয়কট অথচ সেই বুথে ভোটের হার ৯৫ শতাংশ। এ যেনো ছিলো রুমাল আর হয়ে গেলো বেড়াল । ভোটারদের ভোট বয়কট তারপরেও ৯৫% ভোট , ভোটের হার এত বেশি কী করে? মঙ্গলবার এই বিষয়ে তদন্ত করার জন্য রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তলব করা হয়েছে রাজারহাটের বিডিওকে ।
বিচারপতি অমৃতা সিনহা বলেন ” সাধারণত নব্বই শতাংশ তার থেকে বেশি ভোট কোনো বুথে পড়লে খোঁজ নেয় কমিশন” এক্ষেত্রে তো একাংশ ভোট বয়কট করেছে।তারপরেও এই ধরনের ভোট শতাংশ অবাক করেছে স্বয়ং বিচারপতিকে।
ঘটনাটি পঞ্চায়েত নির্বাচনে রাজারহাট এলাকার জাঙ্গা হাতিয়াড়া দু’নম্বর পঞ্চায়েতের
আবদুল কালাম কলেজের একটি বুথের ঘটনা, মামলাকারীর দাবী স্থানীয়রা তাদের পঞ্চায়েত এলাকার দাবিদাওয়া নিয়ে ভোট বয়কট করেন। ভোট দিতে যাওয়া গ্রামবাসীদের বাধাও দেওয়া হয়।তার সত্বেও পঁচানব্বই শতাংশ ভোট কি ভাবে সম্ভব।
একজন পুলিশ আধিকারিক নিযুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তার সঙ্গে রাজারহাটের বিডিও কেও তিনি তলব করেছেন।