Bagmati Express: মুখোমুখি সংঘর্ষ বাঘমতি এক্সপ্রেস ও মালগাড়ি ,মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ,উল্টে গিয়েছে তিনটি বগি,আগুন লেগে যায় বলে খবর।কাভারাইপেট্টাই স্টেশনের কাছে ঘটনা
ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিলো সেই মুহূর্তে হঠাৎ দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ তৈরি হয়।ট্রেনের বগি বেলাইন হয়ে যায়।করমণ্ডলের স্মৃতি উসকে ফের ট্রেন দুর্ঘটনা
চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লিগামী বিভিন্ন ট্রেন আটকে যায়।তামিলনাড়ু এক্সপ্রেস তার রুট বিঘ্নিত হয়।মহীশূর-দ্বারভাঙা বাগমতি এক্সপ্রেস ১২টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে।
সিগনালের দিকে খেয়াল ছিলো না বাগমতী এক্সপ্রেসকে গন্তব্যে জন্য গ্রিন সিগনাল দেওয়া হয় গুদুরের দিকে যাওয়ার জন্য।
লাইন পরিবর্তন করে লুপ লাইনে ঢুকে পড়ে বাগমতী এক্সপ্রেস।মালগাড়ি ছিলো ওই লাইনে সেই মুহূর্তে হয় সংঘর্ষ ঘটনা।
পেরামবুর স্টেশন থেকে ৭টা ৫০ মিনিট নাগাদ বাগমতী এক্সপ্রেস রওনা হয়। কাভারাইপেট্টি স্টেশন সাড়ে ৮টা নাগাদ পৌঁছায়।সেই মুহূর্তে গতি ছিলো একশো নয় কিলোমিটার ঘন্টায়,সেটি কমিয়ে নিয়ে পঁচাশি কিলোমিটার গতিতে রওনা হয়।
মালগাড়ির পেছনে ধাক্কা দেয় বাগমতী এক্সপ্রেস,চারটি কোচ উলটে যায়,পাওয়ার কার ,মোটর ভ্যান সেই কোচ গুলি ও উলটে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনায় বেশ কয়েক জন হতাহত হয়েছেন ।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়নি তথ্য।উদ্ধারকারী দল এসেছে ঘটনাস্থলে।
যে লাইনে মালগাড়ি আছে কি ভাবে ট্রেন ঢুকে পড়ে সেই নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের