Howrah Station Overhead wear Broken : ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ হাওড়া স্টেশনে

Spread the love

 Disrupting Local Train: ওভারহেড তার ছিঁড়ে বন্ধ রেল চলাচল। বিদ্যুৎ সংযোগ বন্ধ, ট্রেন চলাচল বন্ধ হাওড়া স্টেশনে(Howrah Station Overhead wear Broken) ওভারহেড তার বন্ধ লোকাল ট্রেন চলাচল।

                                      

ওভারহেড তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল

হাওড়া স্টেশনে ১৩ ১৪ এবং ১৫ নম্বর প্লাটফর্মে বন্ধ রেল চলাচল । ট্রেন চলাচলের জন্য যে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হলো।একাধিক লাইনে র লোকাল ট্রেন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। আমতা লোকাল ,পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করা হয়েছে। অফিস টাইমে শেষে বাড়ি ফেরা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

প্লাটফর্মে দাঁড়িয়ে খড়গপুর লোকাল।শনিবার সন্ধ্যা 7: ৩০ টা থেকে 7: ৪৫ এর মধ্যে এই বিপত্তিহা। স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মে ঢোকার মুখে ডাউন খড়গপুর লোকাল। ডাউন ট্রেন না ঢোকায় দাঁড়িয়ে থাকে আপ ট্রেন  ।অনেক এক্সপ্রেস ট্রেনও দাঁড়িয়ে যায়।বেশ কিছু ঘণ্টা চলে দুর্ভোগ , এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *