Urvashi Rautela has injured : শুটিং করতে গিয়ে অসাবধাতায় অভিনেতা উর্বশী রাউতেলা আহত।তিনি বলিউডের স্টাইল স্টেটমেন্টের একজন জনপ্রিয় অভিনেত্রী। তার ঝুলিতে তেমন জনপ্রিয় সিনেমা না থাকলেও চর্চার কেন্দ্র তে তিনি সকল ক্ষেত্রেই থাকেন।
তিনি হায়দরাবাদে ছিলেন শুটিং করছিলেন NBK109 ,এই সিনেমা তে।সেই সময় এই দুর্ঘটনা ।তাকে শ্রীঘ্রই নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে।এখন জানা যাচ্ছে তার অবস্থা বিষয়ে।
তার শরীরে ফ্র্যাকচার হয়েছে।তেলুগু ছবির নামী তারকা নন্দমুরি বালাকৃষ্ণের যে সিনেমা সেখানে দেখা যাবে উর্বশী কে, এই সিনেমার শুটিং শুরু হয় ২০২৩ সালের নভেম্বর মাসে । তার তরফে এই দুর্ঘটনা বিষয়ে জানানো হয়েছে
এই ঘটনা তে জানিয়েছে তার চিকিৎসা চলছে।শরীরে ফ্র্যাকচার সেজন্য অসুবিধা হচ্ছে অভিনেত্রীর।NBK109-এর জন্য একটি হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করার সময় অভিনেত্রী আহত হয়েছেন তার টিম এই বিষয়ে, জানিয়েছে।
NBK109-এর পরিচালক, ববি, মুভিতে তার একটি ডান্স নম্বর আছে বলে জানা গেছে। এই সিনেমায় যেে, সকল অভিনেতা আছেন অভিনেতা ববি দেওল, দুলকার সালমান এবং চান্দিনী চৌধুরী সিথারা ।অভিনেত্রীর ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis