স্পাইস জেট এয়ারওয়েস তার এক ,যে কর্মী হঠাৎ রেগে গিয়ে যে কাণ্ড ঘটালেন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ওই বিমান বন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সি আই এস এফ জয়ান।
তিনি ওই বিমান কর্মী কে তল্লাশি চালানোয় দুজনের মধ্যে বাদানুবাদ চলতে থাকে।মহিলা স্পাইস জেটের কর্মী গাড়ির গেটে জোর করে ঢুকতে চেষ্টা করে। তখন বাধা দেয় সি আই এস এফ জয়ান।
আরো দেখুন : Central govt new scheme 2024 : কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প রেশন কার্ড থাকলেই বারো হাজার টাকা পাবেন
তাকে ওই মহিলা বিমান কর্মী বলেন আমাকে কেনো তল্লাশি চালানো হচ্ছে। সি আই এস এফ জয়ান তার ডিউটি বিষয়ে তাকে বলতে গেলে ভাবে তর্ক বিতর্কের মধ্যে সপাটে চর কশিয়ে দেন সিআই গিরিরাজ প্রসাদের ওই স্পাইস জেটের কর্মী।
এই ঘটনায় সি আই এস এফ বিমান সংস্থার কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন।নারী কর্মচারীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ
আরো দেখুন : Urvashi Rautela has injured : শুটিং করতে গিয়ে আঘাত পেলেন বলিউড অভিনেতা উর্বশী রাউতেলা
ভেতরে যাওয়া নিয়ে তুমুল বিতর্ক হয়
Gf
जयपुर एयरपोर्ट…
जयपुर एयरपोर्ट पर आज सुबह यह घटना घटी है. दरअसल, स्पाइस जेट की कमर्चारी महिला को सीआईएसएफ़ के जवान ने अंदर जाने से रोका और महिला ने थप्पड़ मार दिया. दोनों तरफ से पुलिस को शिकायत दी गई है लेकिन अभी कुछ निर्णय नहीं हो पाया है. ऐसी घटना यह पहली बार हुई है.… pic.twitter.com/YjPAVF3iO4
— Santosh kumar Pandey (@PandeyKumar313) July 11, 2024
এদিন তর্কের মধ্যে সাব ইন্সপেক্টর হংসা ও ভদ্রমহিলা পুনম কুমারী সিকিউরিটি যুক্ত ওই গেটে এসে ওই বিমান কর্মী অনুরাধা রানীকে বোঝাতে গিয়েছিলেন। তিনি এই সি আই এস এফ জওয়ানদের কথা , মানতে চায়নি।
ওই সময় উপস্থিত গিরিরাজ প্রসাদ সিআইএসএফ-এর মহিলা কর্মী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ে তাকে জানাত যায়। তখন গিরিরাজ প্রসাদ সিআই কে ওই মহিলা চড় মারে ভিডিওতে দেখা যায়।অভিযুক্ত অনুরাধা রানীকে হেফাজতে পাঠানো হয়েছে।