পশ্চিমবঙ্গ সরকার মূলত পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের( SVMCM) জন্য আপনি উপযুক্ত কি না স্ট্যাটাস চেক (SVMCM Scholarship status check )করে দেখে নিন।
রাজ্যের মুখ্যমন্ত্রী জনকল্যাণমূলক বিভিন্ন প্রকোল্পো ঘোষণা করেছেন মহিলা দের জন্য রুপশ্রী লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি। ছাত্র ছাত্রীদের জন্য তাদের পড়াশোনার জন্য চালু হয়েছে স্কলারশিপ।
Swami Vivekananda Scholarship : রাজ্য সরকার এই প্রকোল্পো তে ছাত্র ছাত্রীদের ১২ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেয়।এই অর্থ সাহায্য পেতে কিছু শর্ত আছে। ছাত্র ছাত্রীদের মেধাবী অর্থাৎ তাদের পরীক্ষার নম্বর ও দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের এই প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হয়।

What are the marks required for Vivekananda scholarship?
যে সকল তথ্য প্রয়োজন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া দরকার
২) মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর আছে
৩) শিক্ষার্থীর পরিবার ২.৫ লক্ষ টাকার কম বার্ষিক আয় পরিমাণ
৪) মাধ্যমিক থেকে স্নাতক স্তরে ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারে।
SVMCM ছাত্র ছাত্রীরা কি ভাবে প্রথমে এই লিংকে ক্লিক করে SVMCM How to apply for svmcm scholarship?
- মাধ্যমিকের মার্কশিট
- শেষ বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/কলেজের মার্কশিট টি সেটি দরকার
- এডমিশনের রিসিট
- আধার আইডি/ভোটার আইডি/রেশন হিসাবে আবাসিক শংসাপত্র।
- ব্যাংকের বইয়ের প্রথম পাতা স্ক্যান কপি দরকার এগুলি আপলোড করে দিতে হবে
Can I apply both SVMCM and K3 scholarship? আপনি শুধু একটি প্রকল্পে আবেদন করতে পারেন।
কোর্স | নম্বর শতাংশ | বার্ষিক টাকার পরিমাণ |
একাদশ ও দ্বাদশ | ৬০ শতাংশ নম্বর | ১২০০০ |
কলেজ বাণিজ্য ও কলা বিভাগ | ৬০ শতাংশ নম্বর | ১২০০০ |
বিজ্ঞান বিভাগ ও ( UG ,BCA) | ৬০ শতাংশ নম্বর | ১৮০০০ |
বিশ্ববিদ্যালয় কলা ও বাণিজ্য বিভাগ | ৫০ শতাংশ ( স্বামী বিবেকানন্দ স্কলারশিপ) | ২৪০০০ |
বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ ও PG | ৪৫ শতাংশ ( কন্যাশ্রী প্রকোল্প তিন) | ৩০০০০ |
পলিটেকনিক ডিপ্লোমা | ৬০ শতাংশ নম্বর | ১৮০০০ |
মেডিক্যাল ডাক্তারী | ৬০ শতাংশ নম্বর | ৬০০০০ |
BSC Nursing ( West Bengal) | ৬০ শতাংশ নম্বর | ৬০০০০ |
বি ফার্মা | ৬০ শতাংশ নম্বর | ৬০০০০ |
GNM Nursing Paramedical Diploma | ৬০ শতাংশ নম্বর | ১৮০০০ |
Engeneering UG PG others ( AICTE ) | ৬০ শতাংশ UG in HS PG ৫০ শতাংশ Graduation | ৬০০০০ |
Swami Vivekananda scholarship আপনি টাকা পেতে পারেন সেটি চেক করে দেখার জন্য। আপনি প্রথমেই অফিসিয়াল সাইট ভিসিট করে Applicant login ডান দিকে পাবেন ওপরে আপনার application ID and the password দিয়ে ক্যাপচা কোড পূরণ করে লগইন অপশনে ক্লিক করে redirected dashboard > Next track application button click > আপনি দেখে নিতে পারেন SVMCM Scholarship status check অপশনে বর্তমানের staratus দেখতে পারেন।
লক্ষ্মী পুজোর পরেই এই স্কিমের জন্য আবেদন শুরু হবে।