Central govt new scheme 2024 : কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প রেশন কার্ড থাকলেই বারো হাজার টাকা পাবেন

Spread the love

 Central govt new scheme 2024 : কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প রেশন কার্ড থাকলেই বারো হাজার টাকা পাবেন 

                                   

Central govt new scheme 2024 : কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প রেশন কার্ড থাকলেই বারো হাজার টাকা পাবেন

Central govt new scheme 2024

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে নতুন প্রকল্প এই বার আপনিও পেয়ে যেতে পারেন বারো হাজার টাকা। মোদী সরকার নতুন মন্ত্রিসভা গঠনের পরে (cabinet reshuffle modi government) বিভিন্ন প্রকল্প জনগণের জন্য ঘোষণা হয়েছে। এই প্রকল্প গুলির মধ্যে রেশন এতদিন ফ্রীতে পেতেন ( free ration) সেখানে  রেশন কার্ড থাকলে এবার টাকাও দিচ্ছে সরকার।

এই টাকা কি ভাবে পাবেন দেখে নিই।কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় ঘোষিত হয়েছে শুধুমাত্র রেশন কার্ড থাকলেই মিলবে ১২ হাজার পর্যন্ত। নতুন এই প্রকল্প উদ্দেশ্য সচ্ছ ভারত মিশন তার মধ্যে আপনিও শৌচালয় গড়ার জন্য পেতে পারেন টাকা ।

এই প্রকল্প মুখ্য উদ্দেশ্য ভারতবর্ষে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন ভাবে গড়ে তোলা।শৌচালয় মাধ্যমে লজ্জা নিবারণ ,রোগ ব্যাধি ,দূরীভূত হবে।পরিচ্ছন্ন হবে ভারতবর্ষ।

এখন পর্যন্ত যে এলাকায় শৌচাগার তৈরি হয়নি সেখানে এই প্রকল্প, মাধ্যমে শৌচাগার তৈরিতে কেন্দ্র সাহায্য করবে জানিয়েছে। তাদের কে দেওয়া হবে বারো হাজার টাকা ।

নতুন এই প্রকল্প প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা তে আবেদন জন্য কি প্রয়োজন হবে 

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা তে আবেদনের জন্য ভোটার কার্ড, আধার কার্ড , ব্যাংকের বই,মোবাইল নম্বর, রেশন কার্ড,জাতি সংশাত্র।

আবেদন করতে হলে সচ্ছ ভারত প্রকল্প অফিসিয়াল সাইট সেখানে সিটিজেন কর্ণার তে গিয়ে  আই এইচ এইচ এল অপশনে রেজিষ্টেশন করবেন ইমেইল আইডি ,মোবাইল নম্বর দিয়ে।নতুন অপশনে ফ্রম টি ফিল আপ করবেন। আপনার তথ্য দেবেন স্ক্যান করে। তারপর আপলোড করে দিলেই, কিছুদিনের মধ্যে ব্লক ডেভলপমেন্ট অফিস থেকে আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাই করবে, তারপর আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন টাকা সৌছালয়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *