Ransomware Attack: বড়ো Cyber হামলা ব্যাংকিং সেক্টরে প্রায় তিনশো ভারতীয় ব্যাংক প্রভাবিত

Spread the love

 Ransomware Attack: বড়ো Cyber হামলা ব্যাংকিং সেক্টরে সাইবার হামলা প্রভাব প্রায় তিনশো ভারতীয় ব্যাংকিং সিস্টেমে। সিস্টেম বন্ধ করে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।

                     

Ransomware Attack: বড়ো Cyber হামলা ব্যাংকিং সেক্টরে প্রায় তিনশো ভারতীয় ব্যাংক প্রভাবিত

 এই সাইবার হামলা (Ransomware attack)হয়েছে সি এজ টেকনোলজির তে,এই বিষয়ে  সংবাদসংস্থা রয়টার্সে প্রকাশ সি-এজ টেকনোলজি ব্যাংকিং সেক্টরে প্রযুক্তি সংক্রান্ত পরিষেবা দেয় ।

                           

ভারতের ব্যাংকিং সিস্টেমের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক এই নিয়ে কিছু জানায়নি।  সি-এজ টেকনোলজি তরফে জানানো হয়নি এই বিষয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) অ্যাডভাইজারি দিয়ে জানিয়েছে গ্রাহকদের সতর্ক থাকতে বলেছে। 

                     

তাদের তরফে জানানো হয়েছে সি-এজ টেকনোলজিস পেমেন্ট ব্যাবস্থা বিঘ্নিত হয়েছে। সি-এজ টেকনোলজিস যেহেতু পেমেন্ট সিস্টেমের দেখাশোনা করে তাই গ্রাহক রা আপাতত কোনও পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারবেন না।

এই সাইবার হামলা (Ransomware attack) প্রভাব বিস্তার না করে সেই জন্য ব্যাঙ্ককে দেশের বৃহত্তর পেমেন্ট নেটওয়ার্ক থেকেও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এই সাইবার হামলায় পেমেন্ট সিস্টেমের মধ্যে মাত্র ০.৫ শতাংশ প্রভাবিত হবে । সমবায় ব্যাংক ,আঞ্চলিক ব্যাঙ্ক ,প্রায় দেড় হাজার ব্যাংক মফস্বল এলাকায় রয়েছে।সেখানে প্রভাব পড়েছে সূত্রের খবর ।

এই সাইবার হামলা (Ransomware attack) বিষয়ে আরবিআই এবং ভারতীয় সাইবার অথরিটি সতর্ক করেছিলো ব্যাংক গুলিকে। সেই হামলার আশঙ্কা সামনে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *