পৃথিবীর সুন্দর সম্পর্ক মা ও সন্তানের সেই সম্পর্কে বিবাদ দ্বন্দ্ব দেখেছেন।অর্থের লোভে মা কে হত্যা দেখেছেন ,ধর্ষণ দেখেন নি,সেই ঘটনা ঘটেছে ।
ভারতের উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর একটি এলাকায়, নিজের মা কে ধর্ষণ করেছে মাদকাসক্ত ।
এই যুবক তিনি মাদকাসক্ত ছিলেন দীর্ঘদিন টাকার জন্য মা কে মারধোর করতে দ্বিধা বোধ ছিলোনা।প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা যায় টাকা পয়সা নিয়েই বিবাদের সূত্রপাত।
এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুধু মা কে নয় যুবক নেশায় এমন বুঁদ ছিলো ।মা কে ধর্ষণ করে ছাগলকে ধর্ষণ করে ওই যুবক।
সেখান থেকে বেরিয়ে তিনি মহিলা পুলিশকে যৌন হেনস্থার চেষ্টা করে তখনই পুলিশের হাতে গ্রেফতার হয় ।
-
ATM debit card fee : মহার্ঘ্য হচ্ছে এটি এম কার্ড পরিষেবা ব্যাবহার
ATM debit card fee : বৃদ্ধি এটিমের হচ্ছে চার্জ ।
-
Makaut University : প্রথম বর্ষের ছাত্রের সাথে ক্লাসরুমে বিয়ে বিতর্কে ম্যাকাউটের অধ্যাপিকার ইস্তফা
প্রথম বর্ষের ছাত্রের সাথে ক্লাসরুমে বিয়ে বিতর্কে ম্যাকাউটের অধ্যাপিকার ইস্তফা
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রাজ্যে হর হামেশা ধর্ষনের বিষয় শিরোনামে আসে।এই রকম ঘটনা এই প্রথম।
এই এলাকায় নেশা নিয়ে পর্যাপ্ত সচেতনতা মূলক প্রচার নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।এলাকায় নেশাগ্রস্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।প্রশাসনকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে বলেছেন স্থানীয় বাসিন্দারা।
কিছুদিন আগে রাজ্যে আরজি করে ঘটনা নিয়ে রাজ্য উদ্বেল হয়েছিলো।মহিলাদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন নারী পুরুষেরা।
উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর ঘটনা ভারতবর্ষের নারী নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।বিষয়টি যেহেতু ঘরে তে বাড়ির লোকের হাতেই হেনস্থা তাই এই নিয়ে মানুষিক সচেতনতার প্রচেষ্টার দরকার আছে।