পৃথিবীর সুন্দর সম্পর্ক মা ও সন্তানের সেই সম্পর্কে বিবাদ দ্বন্দ্ব দেখেছেন।অর্থের লোভে মা কে হত্যা দেখেছেন ,ধর্ষণ দেখেন নি,সেই ঘটনা ঘটেছে ।
ভারতের উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর একটি এলাকায়, নিজের মা কে ধর্ষণ করেছে মাদকাসক্ত ।
এই যুবক তিনি মাদকাসক্ত ছিলেন দীর্ঘদিন টাকার জন্য মা কে মারধোর করতে দ্বিধা বোধ ছিলোনা।প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা যায় টাকা পয়সা নিয়েই বিবাদের সূত্রপাত।
এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুধু মা কে নয় যুবক নেশায় এমন বুঁদ ছিলো ।মা কে ধর্ষণ করে ছাগলকে ধর্ষণ করে ওই যুবক।
সেখান থেকে বেরিয়ে তিনি মহিলা পুলিশকে যৌন হেনস্থার চেষ্টা করে তখনই পুলিশের হাতে গ্রেফতার হয় ।
-
Govt Cuts Toll Rates for Bridges; Tunnels | জাতীয় সড়কে সেতু ও টানেলে টোল হ্রাস
সেতু ও টানেলের টোল কমানো হলো – ২০২৫ সালের নতুন নির্দেশিকা|Govt Cuts Toll Rates for Bridges ; Tunnels Ministry of…
-
CM Pratigya Yojana bihar online apply process: নীতীশের ভোটের ভেট দ্বাদশ এবং স্নাতকের ছাত্র ছাত্রীদের ভাতার ব্যাবস্থা
CM Pratigya Yojana bihar online 2025 : ছাত্র ছাত্রীদের জন্য বিহার সরকারের প্রতিজ্ঞা যোজনায় বেকারদের জন্য ছয় হাজারের বিশেষ ভাতার…
-
Gujarat lawyer sipping bear : মামলা চলাকালীন বিচারকের উপস্থিতিতে বিয়ারে চুমুক আইনজীবীর
আদালতের বিচারপতির সম্মুখে কি ঘটেছিলো গুজরাত হাইকোর্টে ( Gujarat High Court) একটি সতপ্রনদিত মামলা চলছিলো।সেই মুহূর্তে ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন…
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রাজ্যে হর হামেশা ধর্ষনের বিষয় শিরোনামে আসে।এই রকম ঘটনা এই প্রথম।
এই এলাকায় নেশা নিয়ে পর্যাপ্ত সচেতনতা মূলক প্রচার নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।এলাকায় নেশাগ্রস্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।প্রশাসনকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে বলেছেন স্থানীয় বাসিন্দারা।
কিছুদিন আগে রাজ্যে আরজি করে ঘটনা নিয়ে রাজ্য উদ্বেল হয়েছিলো।মহিলাদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন নারী পুরুষেরা।
উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর ঘটনা ভারতবর্ষের নারী নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।বিষয়টি যেহেতু ঘরে তে বাড়ির লোকের হাতেই হেনস্থা তাই এই নিয়ে মানুষিক সচেতনতার প্রচেষ্টার দরকার আছে।