Akhil Giri: পদত্যাগ করুন আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেঞ্জ অফিসারকে অপমান কারামন্ত্রী কে ফোনে নির্দেশ দিলেন সুব্রত বক্সী।

Spread the love

 Akhil Giri: পদত্যাগ নির্দেশ আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ স্তর থেকে রেঞ্জ অফিসারকে অপমান প্রসঙ্গে নির্দেশ ।

                          

Akhil Giri: পদত্যাগ করুন আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেঞ্জ অফিসারকে অপমান কারামন্ত্রী কে ফোনে নির্দেশ দিলেন সুব্রত বক্সী।

এদিন কারামন্ত্রী কে ফোনে নির্দেশ সুব্রত বক্সী।অখিল গিরির জন্যই তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই বার্তা বিভিন্ন নেতাদের।

এই তৃণমূল মন্ত্রী অখিল গিরির  ভারতের রাষ্ট্রপতির কে নিয়ে যে ঘৃণ্য মন্তব্য করেছিলেন দেশ জুড়ে সমালোচনা হয় তৃণমূল মন্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনার গুরুত্ব বুঝে ক্ষমা চেয়েছিলেন  মুখ্যমন্ত্রী। 

সেই ঘটনার পুনরাবৃত্তি এদিন পূর্ব মেদনিপুর জেলার তমলুকের রামনগর দেখা গেলো মহিলা ফরেস্ট অফিসার মনীষা সাউ কে অশ্লীলতা প্রদর্শন তাকে হুমকি দেন অখিল গিরি ।সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ হতেই নিন্দার ঝড় ওঠে।

এই মন্ত্রীকে বার বার নারীদের অপমানে দেখা গেলেও এর বিরুদ্ধে রাজ্য সরকারের ব্যাবস্থা না নেওয়া কে নিয়ে প্রশ্ন করে সাধারণ মানুষ ।

এই ঘটনায় কুণাল ঘোষ সাময়িক ম্যানেজ  চেষ্টা করেছিলেন ,সংবাদ মাধ্যমে এই ঘটনার বিভিন্ন মহলে নিন্দার পরে দলীয় স্তরে আলোচনায় উঠে আসে এই অখিল গিরি প্রসঙ্গ।

রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান সেখানে সরকারি অফিসার কে অপমান সেই নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য না দেওয়ায় সমালোচনা বৃদ্ধি পেতে থাকে।

এরপরে সোমবার ক্যাবিনেট বৈঠকের আগেই জানা গেছে  মুখ্যমন্ত্রী অত্যন্ত বিরক্ত তিনি অখিলের পদত্যাগ চেয়েছেন।যদিও অখিল গিরি সংবাদ মাধ্যমে ক্ষমা চেয়েছেন।তিনি যুক্ত করেছেন ওঁর কথাবার্তাটা ঠিক নয়। বর্তমান যে রেঞ্জার, কন্ট্রাক্টে আছেন,  জেলা প্রশাসনেরও কেউ পছন্দ করছে না পরিস্থিতিটা জটিল করেছেন রেঞ্জার।

কারামন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছেন বনমন্ত্রী।এদিন সুব্রত বক্সী নিঃশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ শুধু নয় পদত্যাগ বিষয়ে অখিল গিরি  তাকে জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *