RG Kar Hospital Case: আরজি কর হাসপাতালে তিলোত্তমা হত্যা রহস্য ; সোশ্যাল মিডিয়া চ্যাট সিনিয়র ডক্টরদের চাঞ্চল্যকর ঘটনা

BackgroundEraser 20240811 234835254

 RG Kar Hospital Case: আরজি কর হাসপাতালে তিলোত্তমা  হত্যা রহস্য ; ভারতবর্ষের চিকিৎসক মহল উত্তাল। তাদের দাবি অধ্যক কে বহিষ্কার করতে হবে

                                 

RG Kar Hospital Case: আরজি কর হাসপাতালে তিলোত্তমা হত্যা রহস্য ; সোশ্যাল মিডিয়া চ্যাট সিনিয়র ডক্টরদের চাঞ্চল্যকর ঘটনা

চিকিৎসক সংগঠন এই বিক্ষোভে সামিল। বিরোধী দল গুলি এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে ।বিজেপি তরফে কেন্দ্রীয় মন্ত্রীদের জানানো হয়েছে 

                   

রাজ্যেlর মহিলা মুখ্যমন্ত্রী তার রাজ্যেই নিরাপদ নয় চিকিৎসক।এদিন সকালে মৃতের পরিবারের তরফেও ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়।এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের   সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে হত্যা ,ধর্ষনের অভিযোগ। পিজি দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর ডিউটি তে ছিলেন রাত দুটো তে পেসেন্ট দেখেছেন।তাকে রাত তিনটে থেকে ছয়টার এই ,ধর্ষনের ঘটনা হয়।

এই ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট, সেখানে হাড় ভাঙার বিষয় উল্লেখ ,গলা টিপে খুন করলে ওই জায়গায় হাড় ভাঙার সম্ভবনা থাকে। এই ঘটনায় যে বিক্ষোভ এবার সেই নিয়েই প্রশ্ন করছে ইন্টার্ন ডাক্তারেরা।

তাদের বক্তব্য অধ্যক নাটক ,করছে।এই ঘটনা শুধু বিষয়টি স্তিমিত করতে হচ্ছে। রাজনৈতিক  মদতে নিজেদের ইন্টার্ন সহপাঠীদের দিকে সন্দেহ করছে ইন্টার্ন ডাক্তারেরা সেই অডিও তে পিজিটি ডক্টরের সঙ্গে আলোচনায় ইন্টার্ন বলছেন আমাদের বিক্ষোভে ভরসা না রাখার।

                   

রাজনৈতিক উচ্চপদস্থ ইন্টার্ন এর পরিবার ,সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কে শুধু মাত্র দেখানো র জন্য অ্যারেস্ট করেছে।রাজনৈতিক মদত আছে স্পষ্ট ওই বক্তব্যে।সেটি অগ্রাহ্য করে ঘটনা বিষয় , সেটিকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।

এছাড়া ও সিনিয়র ডক্টটদের একটি চ্যাট সেখানে তাদের দাবি মনস্টার তৈরি হচ্ছে এই ডাক্তারেরা।

সেই চ্যাট একাধিক ডক্টর বিষয়টি নিয়ে ওয়াকিবহাল ছিলো বলে বক্তব্য দিচ্ছেন।

 

সেই সোশ্যাল মিডিয়ায় ,যে বক্তব্য এক সিনিয়র ডক্টর বলেছেন : যে খবর আসছে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাবিনা।

See also  Mamta Bandhopadhyay : স্পেস সাইন্স নিয়ে আমার পড়াশোনা আছে বিধানসভায় বললেন মমতা

আমরা মনস্টার তৈরি করছি।

আরেক সিনিয়র ডক্টর : আমাদের মেডিকো ( ইন্টার্ন ) রা ইনভলভড।

প্রাক্টিস যারা করছে সেই ইন্টার্ন রা যুক্ত আছে।

আগের ডক্টর : ইয়েস ; বাট হয়াই ,নিপীড়ন করে ঠিক আছে ,কিন্তু নিহত।

আরেক ডক্টর : কারণ আমাদের দ্বারা দৈত্য তৈরি হচ্ছে।আমরা শিক্ষক হিসাবে ব্যর্থ।

নতুন চিকিৎসক : আমি এই বিষয়ে এগ্রি করছি।

আরজি কর হাসপাতালে তিলোত্তমা  হত্যা রহস্য  পূর্ব পরিকল্পিত !!!??? এই নিপীড়ন বিষয়ে ডক্টরে রা জানতেন ।রাজনীতি মদতপুষ্ট পরিবারের ইন্টার্ন তার পরিচয় সামনে আসবে।রাজ্য পুলিশের তদন্ত সঠিক পথে চলবে এই অডিও , চ্যাট ইত্যাদি থেকে সেই বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।এই তদন্তে সিবিআই কে দায়িত্ত্ব দিয়ে তদন্ত হলে নিরপেক্ষ তদন্ত হবে মনে করছে চিকিৎসক মহল ,সাধারণ মানুষ।