E0 A6 86 E0 A6 B0 20 E0 A6 9C E0 A6 BF 20 E0 A6 95 E0 A6 B0 20 E0 A6 B9 E0 A6 BE E0 A6 B8 E0 A6 AA E0 A6 BE E0 A6 A4 E0 A6 BE E0 A6 B2

 RGKar Hospital : তরুণী চিকিৎসক হত্যায়  চাঞ্চল্যকর তথ্য , গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার মধ্যে ফরেনসিক বিশেষজ্ঞদের বক্তব্য একাধিক জন যৌন সঙ্গমের প্রমাণ  পাওয়া গেছে।

                             


             

RGKar Hospital : তরুণী চিকিৎসক হত্যায় চাঞ্চল্যকর তথ্য ফরেনসিক বিশেষজ্ঞদের একাধিক যৌন সঙ্গমের প্রমাণ

রাজ্যের মুখ্যমন্ত্রী আজ নিহত ডাক্তারের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন।তিনি দেখা করে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন রবিবার পর্যন্ত রাজ্য পুলিশ যদি তদন্ত না সমাপ্ত করে ,অপরাধীদের চিহ্নিত না করে তাহলে সিবিআই তদন্তের বিষয়ে ভাববেন।

আরো পড়ুন : Bihar News : স্কুলের মধ্যে পাঁচ বছরের এর নাবালকের ব্যাগ বন্দুক ,সেই বন্দুক থেকে গুলি করে ক্লাস থ্রি-এর একটি ছাত্রকে

এই বিষয়ে রাজ্য তথা দেশের চিকিৎসক সংগঠনগুলি বিক্ষোভে নেমেছেন, রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টে জনসার্থ মামলা করেছেন আর জি কর হত্যাকাণ্ড নিয়ে।

                       

এই বিষয়ে সিভিক ভলেন্টিয়ার কে দোষী প্রমাণ করতে চাওয়া শুধুই রাজনীতি উদ্দেশ্য বলছেন রাজ্যের সমস্ত বিরোধী দলের নেতারা।

আরো পড়ুন : Mumbai Collage Hijab Ban : তিলক-টিপ থাকলে হিজাব-বোরখাা নিষিদ্ধ নিয়ে প্রশ্ন সুপ্রিমকোর্টের

কলকাতার বিখ্যাত চিকিৎসা কেন্দ্র হসপিটাল আর জি কর সেই নিয়ে বিড়ম্বনা।চিকিৎসকদের যেখানে নিরাপত্তা নেই , ভিতরে আছে ষড়যন্ত্র ।

সেই হসপিটালের অধ্যক্ষ পদত্যাগ করেছেন তিনি ও আর জি কর যে ষড়যন্ত্র আছে সেই নিয়ে সোচ্চার হয়েছেন। তবে তার নিশানা ছিলো ছাত্র ছাত্রীরা ও ডাক্তারেরা।

তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড আর জি কর হসপিটালে ব্যাপারে প্রমাণ জোগাড় করতে গিয়ে ,পোস্টমর্টেম রিপোর্ট তরুণীর যৌনাঙ্গে পাওয়া গিয়েছে শুক্রাণু ,একাধিক ব্যাক্তির যৌনক্রিয়া প্রমাণ মেলে প্রায় দেড়শো গ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে। মৃতদেহের সঙ্গে একাধিক জন যৌন সঙ্গমের প্রমাণ ।

                 

তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড যৌন সঙ্গম  জীবিত অবস্থায় এবং কতজন মৃত অবস্থায় করেছিল সেই নিয়ে স্পষ্ট অবস্থান নেই ফরেনসিক বিশেষজ্ঞদের ।

এই ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার শুধু যে যুক্ত নয় এটা প্রমান হয়ে গিয়েছে ।তদন্ত চালাচ্ছে কোলকাতা পুলিশ ।এই বিষয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে তরুনীর দেহ ডিএনএ টেস্ট ,হলে।

এই ঘটনার পিছনে রাজ্যের সাস্থ্য ব্যাবস্থায় প্রশাসনিক স্তরের ব্যাক্তিরা জড়িত আছে বা রাজনৈতিক মদতপুষ্ট সেই বিষয়ে সঠিক তদন্ত হলে সামনে আসবে।যে অডিও , চ্যাট সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে।সেখানে চিকিৎসকদের বিক্ষোভ এর পিছনে নাটক আছে সেটি বলা হচ্ছে।

কোলকাতা আর জি কর হসপিটালের সহপাঠী ইন্টার্ন যাদের নাম সামনে আসছে না তাদের পারিবারিক রাজনৈতিক পরিচয় আছে ,এই ঘটনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে।

এই বিষয়ে সঠিক তদন্ত দোষী দের সামনে নিয়ে এসে শাস্তি প্রদান সময়ের মধ্যে হবে কি সেই নিয়ে প্রশ্ন।রাজনীতিবিদদের সংযুক্ত থাকার বিষয় থাকলে তদন্ত এগোবে সঠিক পথে।রাজ্যের সাধারণ মানুষ সঠিক তদন্ত চাইছেন।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *